ঢাকা ১০:১০ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

সোহাগ হত্যার বিচার দাবিতে নওগাঁয় ছাত্র-জনতার বিক্ষোভ

কামরুল হাসান জীবন, নওগাঁ
  • আপডেট সময় : ১৬৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুবদল নেতা ও ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যার বিচার এবং সারাদেশে চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে ছাত্র ও জনতার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ।
আজ ১২ জুলাই ২০২৫, শুক্রবার সকাল ১১টা ৩০ মিনিটে নওগাঁ শহরের মুক্তির মোড়ে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে সংগ্রামী ছাত্র-জনতা, নওগাঁ।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ ছাত্রছাত্রী এবং সচেতন তরুণ সমাজের প্রতিনিধিরা। বক্তারা বলেন, “সোহাগের মতো একজন তরুণ রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীকে যেভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, তা শুধু একটি ব্যক্তির মৃত্যু নয়, বরং গোটা সমাজের নিরাপত্তা ব্যবস্থার ভাঙনকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।”
তারা আরও বলেন, দেশে বিচারহীনতার যে সংস্কৃতি চালু আছে, সেটিই অপরাধীদের উৎসাহিত করছে। অবিলম্বে সোহাগ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি জানিয়ে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন—প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
বক্তব্য শেষে বিক্ষোভকারীরা একটি শান্তিপূর্ণ র‍্যালি বের করেন। র‍্যালিটি মুক্তির মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়। এই সময় বিক্ষোভকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন—
‘সোহাগ হত্যার বিচার চাই’,
‘আইনের শাসন চাই”,
‘সাধারণ মানুষের নিরাপত্তা চাই।
এ সময় নওগাঁ শহরের সাধারণ মানুষও র‍্যালিতে সংহতি প্রকাশ করে পাশে এসে দাঁড়ান।
আয়োজক সংগঠন সংগ্রামী ছাত্র-জনতা, নওগাঁ জানিয়েছে, এটি কেবল একটি কর্মসূচি নয়—আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচারের দাবিতে তাদের ধারাবাহিক প্রতিবাদের অংশ। তারা আরও জানান, প্রয়োজনে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোহাগ হত্যার বিচার দাবিতে নওগাঁয় ছাত্র-জনতার বিক্ষোভ

আপডেট সময় :

যুবদল নেতা ও ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যার বিচার এবং সারাদেশে চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে ছাত্র ও জনতার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ।
আজ ১২ জুলাই ২০২৫, শুক্রবার সকাল ১১টা ৩০ মিনিটে নওগাঁ শহরের মুক্তির মোড়ে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে সংগ্রামী ছাত্র-জনতা, নওগাঁ।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ ছাত্রছাত্রী এবং সচেতন তরুণ সমাজের প্রতিনিধিরা। বক্তারা বলেন, “সোহাগের মতো একজন তরুণ রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীকে যেভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, তা শুধু একটি ব্যক্তির মৃত্যু নয়, বরং গোটা সমাজের নিরাপত্তা ব্যবস্থার ভাঙনকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।”
তারা আরও বলেন, দেশে বিচারহীনতার যে সংস্কৃতি চালু আছে, সেটিই অপরাধীদের উৎসাহিত করছে। অবিলম্বে সোহাগ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি জানিয়ে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন—প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
বক্তব্য শেষে বিক্ষোভকারীরা একটি শান্তিপূর্ণ র‍্যালি বের করেন। র‍্যালিটি মুক্তির মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়। এই সময় বিক্ষোভকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন—
‘সোহাগ হত্যার বিচার চাই’,
‘আইনের শাসন চাই”,
‘সাধারণ মানুষের নিরাপত্তা চাই।
এ সময় নওগাঁ শহরের সাধারণ মানুষও র‍্যালিতে সংহতি প্রকাশ করে পাশে এসে দাঁড়ান।
আয়োজক সংগঠন সংগ্রামী ছাত্র-জনতা, নওগাঁ জানিয়েছে, এটি কেবল একটি কর্মসূচি নয়—আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচারের দাবিতে তাদের ধারাবাহিক প্রতিবাদের অংশ। তারা আরও জানান, প্রয়োজনে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।