সৌদি আরবে কালিহাতীর এক প্রবাসীর হাতে আরেক প্রবাসী খুন

- আপডেট সময় : ২৩৪ বার পড়া হয়েছে
সৌদি আরবে ফজর আলী (৪০) নামে এক বাংলাদেশি যুবক অপর প্রবাসী (রুমমেট) হাতে খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বাংলাদেশ সময় রাত ৯ টার দিকে মক্কাতে এ ঘটনা ঘটে। ফজর আলী টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার কোকড়হরা ইউনিয়নের বলধী গ্রামের আব্দুল করিমের ছেলে।
কোকড়হরা ইউনিয়নের ১নং ইউপি সদস্য আব্দুল বাছতে এ তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল বাংলাদেশ সময় রাত ৯ টায় সৌদি থেকে জানায় তার রুমেট ছুড়ি দিয়ে আঘাত করেছে। পরে রাত ৩টার দিকে অন্য প্রবাসীরা জানান ফজর আলী মৃত্যু হয়েছে। প্রবাসী ঘাতকের বাড়ী একই উপজেলার কালিহাতী পৌরসভার ৫ নং ওয়ার্ড সাতুটিয়া গ্রামের শাহ আলী ফকিরের ছেলে নুরুল হক। নিহতের পরিবার জানায়, রুমের অন্যান্য বাংলাদেশীরা নামাজে যায় ফজর আলী ও নুরুল রুমে থাকে। নুরুলকে রুমে থেকে বের হয়ে ফোনে কথা বলার জন্য বললে এর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরি দিয়ে আঘাত করে। এভাবে কয়েকবার ছুরি আঘাত করার কারণে দ্রুত মৃত্যু হয়। মক্কার ভিলায় অন্য অন্য বাংলাদেশীরা পরে নুরুলকে রশি দিয়ে বেধে রাখে। ফজর আলী ১৬ বছর যাবত প্রবাসে থাকেন সংসার জীবনে তার ঘরে দুই সন্তান রয়েছে ।