স্কুল-মার্কেটের সামনে গাড়ি পার্কিং করা যাবে না: ডিএমপি কমিশনার
- আপডেট সময় : ৪৫০ বার পড়া হয়েছে
দৃশ্য-১
ঢাকার মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল ছাড়িয়ে তেজগাঁওয়ের রাস্তার নাবিস্কো পেরিয়ে রাস্তার দুই পাশে অবৈধভাবে দখল করে জোরজবস্তি গড়ে তোলা হয়েছে বাস টার্মিনাল।
দৃশ্য-২
ফলে যানজট মোকাবেলা করেই বিভিন্ন যানবাহন চলাচল করতে হচ্ছে। রাস্তায় অবৈধ বাস টার্মিনাল নিয়ে কথা বলে অনেকে পরিবহন শ্রমিকদের হাতে লাঞ্জিত হবার ঘটনাও ঘটেছে। লোক লজ্জার ভয়ে কেউ প্রকাশ্যে তা জানানো থেকে বিরত রয়েছেন।
দৃশ্য-৩
শুধু তাই নয়, নয়াপল্টন ভিআইপি রোডের পলওয়েল মার্কেট, গাজী ভবন, চায়না টাউন, সিটি হার্ট-এর সামনের অর্ধেকের বেশি রাস্তা অবৈধ দখল করে নিয়ে বিভিন্ন যানবাহন, দোকানপাট গড়ে তোলা হয়েছে।
দৃশ্য-৪
খিলগাও রেলগেটের পাশের জোড়পুকুর পারের সামনে ন্যাশনাল আইডিয়েল স্কুলের সামনে অটো স্ট্যান্ড। খিলগাঁও রেলগেটে আগেই ফুটপাত দখল করে নিয়েছে মুরগী বিক্রেতারা। এখানে এক প্রাথমিক বিদ্যালয় ও এক মাদ্রাসা রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে দুর্গন্ধের মধ্যেই ক্লাশ করছে শিশুরা।
উল্লেখিত বিষয় নিয়ে এবারে সাফ কথা বললেন, ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ঢাকা স্কুল ও মার্কেটের সামনে কোনো গাড়ি পার্কিং করতে দেওয়া হবে না। মহাখালী বাসস্ট্যান্ডের আশেপাশে অবৈধভাবে যেসব বাস রাস্তায় পার্কিং করা থাকে তাদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
মঙ্গলবার (১৪ মে) আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে ট্রাফিক ব্যবস্থাপনা ও রোড সেফটি নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন, পুলিশ কমিশনার হাবিবুর রহমান।
এসময় তিনি সরণ করিয়ে দেন যে, রাস্তা পারাপারে সবাইকে আইন মেনে চলতে এবং ট্রাফিক ব্যবস্থাপনার শৃঙ্খলা আনতে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠান শেষে আন্তঃজেলার বাসে নতুনভাবে চালু হওয়া গেটলক সিস্টেম ও মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ডিএমপি কমিশনার।




















