স্থায়ী দোকানে টিসিবির পণ্য সরবরাহের উদ্যোগ
																
								
							
                                - আপডেট সময় : ৫৪৬ বার পড়া হয়েছে
 
ট্রাক থেকে টিসিবির পণ্য নিতে এসে অনেকেরই শ্রমঘণ্টা নষ্ট হচ্ছে। দুর্ভোগ ও শ্রম ঘন্টা বাঁচাতে বাড়ির পাশের দোকান থেকেই কার্ডধারী ব্যক্তি টিসিবির পণ্য সংগ্রহ করতে পারেন, সেই উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। টাঙ্গাইলের নাগরপুরে স্থায়ী দোকান থেকে টিসিবি পণ্য পরীক্ষামূলক সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে। তাতে করে টিসিবির কার্ডধারীদের দুর্ভোগ ও ভোগান্তি লাঘব হবে।
শুক্রবার (২২ মার্চ) নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে টিসিবির স্মাট কার্ড ও হুইল চেয়ার বিতরণ এবং অংশীজনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
প্রতিমন্ত্রী বলেন, প্রতি মাসে এক কোটি পরিবার টিসিবির ন্যায়্য মূল্যের বিভিন্ন পণ্য পাচ্ছেন। নাগরপুরে রয়েছে ১৬ হাজার ৪২৯ পরিবার। টিসিবি অনেক বড় একটি কর্মযজ্ঞ। বাংলাদেশের মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা পূরণে ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টিসিবি প্রতিষ্ঠা করেন।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে ও উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা বেগম শিপ্রা, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক, গয়হাটার ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. এমরান হোসাইন শাকিল প্রমুখ।
এর আগে মন্ত্রী কলিয়া-সরিষাজানি রাস্তার উদ্বোধন করেন। মতবিনিময় সভা শেষে দুপুরে তেবাড়িয়া-পাইকশা বাজার এবং তেবাড়িয়া মহারাজের দোকান হতে নদীর ঘাট পর্যন্ত রাস্তার ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন। পরে সলিমাবাদে প্রতিপক্ষের হামলায় নিহত উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ খান ঝলকের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।
																			





















