স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের দাবিতে ঠাকুরগাঁওয়ে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

- আপডেট সময় : ৩৯ বার পড়া হয়েছে
স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও মাধ্যমিক শিক্ষকদের এন্ট্রিপদ নবম গ্রেড ধরে যৌক্তিক পদসোপান চাই এর দাবিতে ঠাকুরগাঁওয়ে জেলায় শিক্ষকদের মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন জেলা কমিটির আয়োজনে ঠাকুরগাঁও চৌরাস্তা ট্রাফিক মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জুয়েল আলম, সিনিয়র শিক্ষক মোঃ: মাহমুদুন নবী রাজা, সিনিয়র শিক্ষক হোসাইন আহম্মেদ, মাহবুব আলম,জামিল ইসলাম,আকতারুল আলম,ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল জলিল বসুনিয়া প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সিনিয়র শিক্ষক আবু সায়েম জুলফিকার, তাপস দেবনাথ সহ জেলার বিভিন্ন সরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।
ঘন্টাব্যাপী এই মানববন্ধনে শিক্ষকরা বলেন ,শিক্ষকরা বিভিন্ন ভাবে বঞ্চিত ও বৈষম্যের শিকার হচ্ছেন। দেশের মাধ্যমিকে ৮০ ভাগ ও ২০ভাগ কলেজের শিক্ষক হলেও সকল শিক্ষকদের পরিচালনা করছেন উচ্চমাধ্যমিকের শিক্ষকরা। তারা সকল পদগুলো ধরে রেখে মাধ্যমিকের শিক্ষকদের বঞ্চিত করে আসছে। এবিষয়ে দির্ঘদিন ধরে সরকারের কাছে যৌক্তিক দাবী জানানো হলেও সংশ্লিষ্টরা বিষয়টি আমলে নিচ্ছেনা। এখন পর্যন্ত কোন সুফল আসে নাই। সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে এ মানববন্ধনে
স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন একই সঙ্গে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ব্যাচভিত্তিক পদোন্নতি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের ৫০ শতাংশ পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়নের দাবির পাশাপাশি প্রস্তাবিত মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ও আঞ্চলিক কার্যালয়ের পরিচালকের পদসহ পরিদর্শন শাখাসহ অন্যান্য সব পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়নের দাবি জানিয়েছেন শিক্ষকরা।