ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

স্বরূপকাঠিতে ধানের শীষের প্রার্থী দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

আবু ইউসুফ, নেছারাবাদ (পিরোজপুর)
  • আপডেট সময় : ১৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী নেছারাবাদ (স্বরূপকাঠী) থেকে দেওয়ার দাবিতে নেছারাবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি এই দাবি জানাতে আজ মঙ্গলবার উপজেলার সর্বস্তরের জনগণ এ কর্মসূচিতে অংশ নেন।
“আমাদের প্রাণের দাবি”—এই স্লোগানে মুখরিত ছিল পুরো কর্মসূচি। বক্তারা জানান, দীর্ঘ ৩৭ বছর ধরে নেছারাবাদ থেকে ধানের শীষের কোনো প্রার্থী মনোনয়ন পাওয়া যায়নি, যা স্থানীয় নেতাকর্মীদের জন্য অত্যন্ত হতাশাজনক।
তারা বলেন, “স্বরূপকাঠিতে ২ লাখ ১৭ হাজার ভোট—আমরা ৪০ হাজার ভোটে এগিয়ে থাকা সত্ত্বেও এতদিন একটি প্রার্থীও পাইনি। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।”
মানববন্ধনে বক্তারা আরও বলেন, “আমাদের একটাই দাবি—স্বরূপকাঠির প্রাণের দাবি—স্বরূপকাঠি থেকেই প্রার্থী চাই। তৃণমূলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে আমরা জনাব তারেক রহমানের কাছে জোর অনুরোধ জানাই।”
বক্তারা দৃঢ় কণ্ঠে প্রতিশ্রুতি দেন,“যদি স্বরূপকাঠি থেকে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়, তাহলে ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদসহ পুরো পিরোজপুর-২ আসন আমরা জয় উপহার দেব ইনশাআল্লাহ।”
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বরূপকাঠিতে ধানের শীষের প্রার্থী দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

আপডেট সময় :

পিরোজপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী নেছারাবাদ (স্বরূপকাঠী) থেকে দেওয়ার দাবিতে নেছারাবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি এই দাবি জানাতে আজ মঙ্গলবার উপজেলার সর্বস্তরের জনগণ এ কর্মসূচিতে অংশ নেন।
“আমাদের প্রাণের দাবি”—এই স্লোগানে মুখরিত ছিল পুরো কর্মসূচি। বক্তারা জানান, দীর্ঘ ৩৭ বছর ধরে নেছারাবাদ থেকে ধানের শীষের কোনো প্রার্থী মনোনয়ন পাওয়া যায়নি, যা স্থানীয় নেতাকর্মীদের জন্য অত্যন্ত হতাশাজনক।
তারা বলেন, “স্বরূপকাঠিতে ২ লাখ ১৭ হাজার ভোট—আমরা ৪০ হাজার ভোটে এগিয়ে থাকা সত্ত্বেও এতদিন একটি প্রার্থীও পাইনি। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।”
মানববন্ধনে বক্তারা আরও বলেন, “আমাদের একটাই দাবি—স্বরূপকাঠির প্রাণের দাবি—স্বরূপকাঠি থেকেই প্রার্থী চাই। তৃণমূলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে আমরা জনাব তারেক রহমানের কাছে জোর অনুরোধ জানাই।”
বক্তারা দৃঢ় কণ্ঠে প্রতিশ্রুতি দেন,“যদি স্বরূপকাঠি থেকে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়, তাহলে ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদসহ পুরো পিরোজপুর-২ আসন আমরা জয় উপহার দেব ইনশাআল্লাহ।”
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।