সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের অপচেষ্টার প্রতিবাদে হবিগঞ্জ জেলা ছাত্রদলের মানববন্ধন

আব্দুল নুর বাবুল, হবিগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ১২:৩২:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫ ৭২ বার পড়া হয়েছে
হবিগঞ্জ সরকারী মেডিকেল কলেজ এর স্হায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা,অবকাঠামো উন্নয়ন ও প্রয়োজনীয় জনবল নিয়োগ করে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণ উদ্যমে মেডিকেল কলেজটি পরিচালনার দাবিতে ৮ মার্চ (শনিবার) হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আয়োজনে ছাত্র দলের সভাপতি শাহ রাজিব আহমেদ লিংকন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের পরিচালনায় এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, শাহ রাজিব আহমেদ লিংকন, জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, যুগ্ম সম্পাদক মহিবুর রহমান শাওন, মেডিকেল কলেজের শিক্ষার্থী আবু হাসান,সাজিদুর রহমান। বক্তব্য তারা বলেন, হবিগঞ্জ সরকারী মেডিকেল কলেজ শুরু হবিগঞ্জবাসীর জন্য নয়, এই মেডিকেল কলেজে ব্রাক্ষনবাড়িয়া,মৌলভীবাজার, হবিগঞ্জ তথা বিভিন্ন জেলা থেকে ছাত্র – ছাত্রীরা পড়া – লেখা করছেন। চরম ভোগান্তির হাত থেকে মুক্ত হয়ে জীবনের স্বপ্নের দাঁড়পান্হে । বর্তমান স্বাস্থ্য উপদেষ্টা যে হটকারিতায় সিদ্ধান্তের কথা বলেছেন, দুঃখজনক। তিনি হয়তো বা একটি বার আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করেননি। যদি এমন কোন সিদ্ধান্ত নেন তাহলে সামনে আমাদের কঠোর আন্দোলন ছাড়া আর কোন উপায় নেই। প্রয়োজনে হবিগঞ্জবাসীকে সাথে নিয়ে ঢাকা – সিলেট মহাসড়ক অবরোধ করার হুশিয়ার দেন বক্তব্যরা এসময় আরও বলেন, ‘মেডিকেল কলেজ হবিগঞ্জের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। এটা কোনোভাবেই বন্ধ হতে দেওয়া যাবে না।
এটির স্থায়ী ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের আবাসিক হল ও ডাক্তারদের প্রয়োজনীয়তা নিশ্চিত করার দাবি জানানো হয়। বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের দুর্নীতি ঢাকতে ও দেশে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি মহল হবিগঞ্জ মেডিকেল কলেজসহ সারা দেশে ৬টি মেডিকেল কলেজ মানহীন এর অযুহাতে বন্ধের ষড়যন্ত্র করছে। যদি বন্ধ বা অন্যত্রে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয় তবে আমরা জেলাবাসীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলন গড়ে তুলবো, আমাদের মেডিকেল কলেজ রক্ষা করব।প্রয়োজনে সামনে আরও কঠোর আন্দোলন আসবে, সবাইকে এগিয়ে আসার আহবান জানান।