ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

মোঃ সবুজ মিয়া, সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের পাঁচমাইলস্থ বরায়া উত্তরভাগে পিয়ারা শপিং সেন্টারের দ্বিতীয় তলায় হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হলো চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। “ডিজিটাল আসক্তি পরিহার করি, চিত্রাংকনের মাধ্যমে পরিপূর্ণ জীবন গড়ি এই স্লোগানকে সামনে রেখে শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশে আয়োজন করা হয় প্রতিযোগিতাটি।

গত ১৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুপুরে শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত যুব সংগঠক আশফাক উদ্দিন আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সহ-সভাপতি, নারী উদ্যোক্তা ও আত্মকর্মী ছালেহা বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার সহ-এম্বাসেডর আরাফাত রহমান, সামাদ আহমদ, লিজা বেগম প্রমুখ। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

শিক্ষকদের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল শিক্ষার্থীকে একটি করে বই উপহার দেওয়া হয়। এছাড়া, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্যও বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়।
সভাপতির বক্তব্যে জাতীয় পুরস্কারপ্রাপ্ত যুব সংগঠক আশফাক উদ্দিন আহমদ বলেন, প্রত্যেক শিশুকে সংস্কৃতিমনা, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের সমাজ, সংস্কৃতি ও সাহিত্য অঙ্গনে তরুণদের সম্পৃক্ত করতে হবে। হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার এই প্রচেষ্টা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে, যা আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আপডেট সময় : ০৩:৩৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের পাঁচমাইলস্থ বরায়া উত্তরভাগে পিয়ারা শপিং সেন্টারের দ্বিতীয় তলায় হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হলো চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। “ডিজিটাল আসক্তি পরিহার করি, চিত্রাংকনের মাধ্যমে পরিপূর্ণ জীবন গড়ি এই স্লোগানকে সামনে রেখে শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশে আয়োজন করা হয় প্রতিযোগিতাটি।

গত ১৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুপুরে শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত যুব সংগঠক আশফাক উদ্দিন আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সহ-সভাপতি, নারী উদ্যোক্তা ও আত্মকর্মী ছালেহা বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার সহ-এম্বাসেডর আরাফাত রহমান, সামাদ আহমদ, লিজা বেগম প্রমুখ। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

শিক্ষকদের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল শিক্ষার্থীকে একটি করে বই উপহার দেওয়া হয়। এছাড়া, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্যও বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়।
সভাপতির বক্তব্যে জাতীয় পুরস্কারপ্রাপ্ত যুব সংগঠক আশফাক উদ্দিন আহমদ বলেন, প্রত্যেক শিশুকে সংস্কৃতিমনা, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের সমাজ, সংস্কৃতি ও সাহিত্য অঙ্গনে তরুণদের সম্পৃক্ত করতে হবে। হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার এই প্রচেষ্টা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে, যা আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে।