সংবাদ শিরোনাম ::
হাসিনার আমলে চাকরি হারানো পুলিশ সদস্যদের বিক্ষোভ

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ৩৭১ বার পড়া হয়েছে
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসনামলে যে সব পুলিশ সদসরা চাকরি হারিয়েছেন, তারা ঢাকায় পুলিশ সদরদপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছে।
চাকরি ফিরে পেতে পুলিশ সদর দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। রবিবার কর্মসূচিতে অংশ নিয়ে তারা জানান, গত ১৫ বছরের বিভিন্ন সময়ে চাকরি হারানো পুলিশ সদস্যের সংখ্যা প্রায় হাজারখানেক।
সদর দপ্তরের বাইরে অবস্থান নেওয়ায় অবরুদ্ধ হয়ে পড়েন পুলিশ মহাপরিদর্শকসহ (আইজিপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সদর দপ্তরের সামনের সড়কের দুই লেন বন্ধ অবস্থান করলেও বিকেল প্রায় ৫টা পর্যন্ত পুলিশ প্রধান বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কারো দেখা মেলেনি।