হাসিনা সরকারের পতনের মাসপূর্তীতে ঢাকায় শহীদি মার্চ
- আপডেট সময় : ০৮:০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের মাসপূর্তিতে ঢাকায় স্মরণকালের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে বিগত ৫ আগস্ট পতন হয় হাসিনা সরকারের। পরে ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নেন হাসিনা। পতনের মাসপূর্তী উপলক্ষ্যে বৃহস্পতিবার ৫ সেপ্টম্বর ঢাকায় অনুষ্ঠিত হল শহীদি মার্চ।
শিক্ষার্থীরা জানান, হাসিনার পতন আন্দোলনে প্রায় ৮০০জন শহীদ হয়েছে। নিহতদের স্মরণ এবং আওয়ামী সরকারের পতনের এক মাসপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য থেকে শহীদি মার্চ কর্মসূচি পালন করা হয়। ঢাকার বিভিন্ন স্থান থেকে হাজারো মাথায় জাতীয় পতাকা বেধে এবং হাতে শোভা পায় জাতীয় পতাকা।
বলা যায়, হাসিনার পতনের মাসপূর্তীতে ঢাকার রাজপথ পতাকা-ফ্যাস্টুনে ছেয়ে যায়। শিক্ষার্থীরা ছাড়াও সকল বয়সী মানুষ শহীদি মার্চে অংশ নেন। অনেক শহীদ পরিবারের সদস্যরাও ব্যানার নিয়ে হাজির হন শহীদি মার্চ কর্মসূচিতে। বাংলাদেশের মানুষ হাসিনাকে স্বৈরাচার বলে আখ্যায়িত করেছে। অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা, জুলাই-আগস্ট এর নানা ঘটনার দৃশ্য সম্বলিত ব্যানার ও প্লেকার্ড।
বেলা সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজু ভাস্কর্য থেকে শহীদি মার্চ শুরু হয়। এটি ঢাকার বিভিন্ন প্রান্ত ঘুরে কেন্দ্রীয় শহীদি মিনারে এসে শেষ হয়। এর আগে দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন। এ সময় তারা আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, শহীদদের স্মরণে, ভয় করি না মরণে, আমার ভাই কবরে, খুনি কেন ভারতে, সরকার কী করে, হাসিনা ভারতে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। বুধবার ঢাকায় এই কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়করা।