ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক এখন মরণফাঁদ

ছাবিনা দিলরুবা, মানিকগঞ্জ
  • আপডেট সময় : ১২:৪৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৫৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হেমায়েতপুর, মানিকগঞ্জের সিংগাইর আঞ্চলিক মহাসড়ক মরণফাঁদে পরিনত হয়ে একের পর এক সড়ক দুর্ঘটনা,প্রতিরোধের কোন বালাই নেই। নতুন করে আবার ও ট্রাক, পিকআপ ও সিএনজির ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক মো. কাইয়ুম (৩০) নিহত হয়েছেন। এঘটনায় আরো ৮ জন আহত হয়েছে বলে জানা যায়।

নিহত কাইয়ুম সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চর ভাকুম গ্রামের আব্দুল মোল্লার ছেলে। এদিকে দূর্ঘটনার কারণে সড়কে সৃষ্টি যানজটে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীসাধারণ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় আহতরা হলেন হরিরামপুর উপজেলার ঝিটকা সোনাকান্তা গ্রামের হারুন বিশ্বাসের ছেলে পলাশ বিশ্বাস (৩৫),একই উপজেলার গোপালপুর গ্রামের অনিল দত্তের ছেলে সঞ্চয় কুমার দত্ত(৬০),ঢাকাস্থ গ্রীন রোড নিজামউদ্দিনের ছেলে আলমগীর কবির সরকার (৩৫), ময়মনসিংহ জেলার ইসাগঞ্জের সুজন মিয়ার ছেলে মোশাররফ (৩৫), সিংগাইর উপজেলার আজিমপুর গ্রামের উছমানের ছেলে রিপন (৪০), একই গ্রামের শেখ আমের আলীর ছেলে ওমর আলী (৫৮), সাভার আড়াপাড়া এলাকার গফুর বিশ্বাসের ছেলে মামুন (৪২) ও ময়মনসিংহ জেলার হাবিবুর রহমানের ছেলে মেহেদী (২৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে ঢাকাগামী পিকআপটির সাথে মানিকগঞ্জের দিকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ চালক কাইয়ুম নিহত হয়। এ সময় মানিকগঞ্জ গামী ট্রাকের পিছনে থাকা সিএনজি ট্রাকের নিচে ডুকে দুমড়ে-মুচরে যায়। এদিকে দূর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। পুলিশ দূর্ঘটনা কবলিত ২টি ট্রাক ও ১টি সিএনজি জব্দ করলেও পলাতক রয়েছে ট্রাক চালক। এদিকে দূর্ঘটনার কারণে সড়কে দীর্ঘ যানজটে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।জনসাধারণ ও সচেতন মহল বলেন,সিংগাইর আঞ্চলিক মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ করলে সড়ক দুর্ঘটনা বন্ধ হতে পারে। বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স বিহীন সিএনজি, ট্রাক চালকরা বেপরোয়া ভাবে চালিয়ে থাকেন, যার ফলে একের পর এক সড়ক দুর্ঘটনা। সিংগাইর থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক এখন মরণফাঁদ

আপডেট সময় : ১২:৪৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

হেমায়েতপুর, মানিকগঞ্জের সিংগাইর আঞ্চলিক মহাসড়ক মরণফাঁদে পরিনত হয়ে একের পর এক সড়ক দুর্ঘটনা,প্রতিরোধের কোন বালাই নেই। নতুন করে আবার ও ট্রাক, পিকআপ ও সিএনজির ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক মো. কাইয়ুম (৩০) নিহত হয়েছেন। এঘটনায় আরো ৮ জন আহত হয়েছে বলে জানা যায়।

নিহত কাইয়ুম সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চর ভাকুম গ্রামের আব্দুল মোল্লার ছেলে। এদিকে দূর্ঘটনার কারণে সড়কে সৃষ্টি যানজটে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীসাধারণ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় আহতরা হলেন হরিরামপুর উপজেলার ঝিটকা সোনাকান্তা গ্রামের হারুন বিশ্বাসের ছেলে পলাশ বিশ্বাস (৩৫),একই উপজেলার গোপালপুর গ্রামের অনিল দত্তের ছেলে সঞ্চয় কুমার দত্ত(৬০),ঢাকাস্থ গ্রীন রোড নিজামউদ্দিনের ছেলে আলমগীর কবির সরকার (৩৫), ময়মনসিংহ জেলার ইসাগঞ্জের সুজন মিয়ার ছেলে মোশাররফ (৩৫), সিংগাইর উপজেলার আজিমপুর গ্রামের উছমানের ছেলে রিপন (৪০), একই গ্রামের শেখ আমের আলীর ছেলে ওমর আলী (৫৮), সাভার আড়াপাড়া এলাকার গফুর বিশ্বাসের ছেলে মামুন (৪২) ও ময়মনসিংহ জেলার হাবিবুর রহমানের ছেলে মেহেদী (২৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে ঢাকাগামী পিকআপটির সাথে মানিকগঞ্জের দিকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ চালক কাইয়ুম নিহত হয়। এ সময় মানিকগঞ্জ গামী ট্রাকের পিছনে থাকা সিএনজি ট্রাকের নিচে ডুকে দুমড়ে-মুচরে যায়। এদিকে দূর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। পুলিশ দূর্ঘটনা কবলিত ২টি ট্রাক ও ১টি সিএনজি জব্দ করলেও পলাতক রয়েছে ট্রাক চালক। এদিকে দূর্ঘটনার কারণে সড়কে দীর্ঘ যানজটে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।জনসাধারণ ও সচেতন মহল বলেন,সিংগাইর আঞ্চলিক মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ করলে সড়ক দুর্ঘটনা বন্ধ হতে পারে। বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স বিহীন সিএনজি, ট্রাক চালকরা বেপরোয়া ভাবে চালিয়ে থাকেন, যার ফলে একের পর এক সড়ক দুর্ঘটনা। সিংগাইর থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।