হোমনায় জমিজমা নিয়ে বিরোধে এক ব্যক্তি খুন

- আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
কুমিল্লার হোমনায় জমিজমা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে ছোড়া দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। নিহত রফিকুল ইসলাম (৬৫) উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামের ছনু মিয়ার ছেলে। গতকাল রোববার সকালে উপজেলার ওই গ্রামের রাধা মন্দিরের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে একটি ছোড়াও উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয়রা ঘাতক আলেককে (৫০) আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, ঘাতক এবং নিহত রফিকুল ইসলাম তারা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই হন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ভিটি জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে পূর্বে নিজেদের মধ্যে সালিশ বৈঠকও হয়েছিল। কিন্ত কোনো সুরাহা হয়নি।
নিহতের স্ত্রী রাশিদা বেগম তার স্বামী হত্যার বিচার দাবি করে জানান, জমিজমা নিয়ে পূর্বে দেবর ও তার ছেলেদের সঙ্গে অনেকবারই বিচার-আচার হয়েছিল। কিন্তু তারা মানে নাই। এ কারণেই তারা স্বামীকে হত্যা করেছে।
তার মেয়ের জামাতা বলেন, জমিজমা নিয়ে বিরোধ চলছিল; এবং ঘাতক আলেক বিভিন্ন সময়ে তার শ^শুর রফিকুল ইসলামের কাছে টাকা পয়সা দাবি করতো। জমিজমা ও টাকা না পেয়ে আলেক ক্ষিপ্ত হয়ে তার শ^শুরকে ছোড়া দিয়ে পেটে ঘাই মেরে খুন করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ভিটি জমিজমা নিয়ে বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় অন্যদেরও প্ররোচনা ছিল। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।