ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় মদ সহ গ্রেফতার-১ Logo আওয়ামী স্বৈরশাসনের সময় দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে :  ড্যাব মহাসচিব Logo বিনিয়োগকারী নয়, পুঁজিবাজারে অস্থিরতার নেপথ্যে প্লেয়ার ও রেগুলেটররা : অর্থ উপদেষ্টা Logo ঢাকায় বসে কোনো পরিকল্পনা করবে না: ফাওজুল কবির Logo মেঘনায় অবৈধ বালু উত্তোলন, বাল্কহেডসহ আটক ৯ Logo বান্দরবানে মাশরুম চাষ সম্প্রসারণ ও উদ্যোক্তা সৃষ্টিতে কর্মশালা Logo বান্দরবানে শিশু উন্নয়ন প্রকল্পের বাৎসরিক সমাপনী ও উপহার বিতরণ Logo জুলাই গণঅভ্যুত্থানে ৮৫৯ জন শহিদের প্রাথমিক তালিকা প্রকাশ Logo বিদেশে পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Logo সাবেক সচিব ইসমাইল হোসেন গ্রেপ্তার

১৪ দিনের মাথায় চালু হলো ফেসবুক-ইউটিউব

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪ ১৯৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে ১৩ দিন বন্ধ থাকার পর বুধবার চালু হলো হোটয়াটঅ্যাপ, ফেসবুক, ইউটিউব ও টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম।

বুধবার (৩১ জুলাই) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) বিভিন্ন প্ল্যাটফর্মের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে বন্ধ থাকা সামাজিক যোগাযোগ মাধ্যম চালুর ঘোষণা দেন ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিষয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক।

প্রতিমন্ত্রী জানান টিকটক প্রতিনিধিরা সশরীরে এবং অন্যান্য প্রতিনিধিরা অনলাইন প্ল্যাটফর্মে বৈঠকে অংশ নেন।

বৈঠকের সিদ্ধান্ত জানাতে গিয়ে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, গত কয়েকদিনে সহিংসতার ঘটনা সংক্রান্ত বিভিন্ন কনটেন্ট নিয়ে আপত্তি জানিয়েছিল সরকার। ফেসবুক, ইউটিউব ও টিকটক এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, টিকটকের প্রতিনিধি শারীরিকভাবে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিয়েছেন, আমরা সন্তুষ্ট হয়েছি। আনুমানিক সাড়ে সাত লাখের উপরে কনটেন্ট টেকডাউন করেছে টিকটক। আমাদের অনুরোধ তারা নিয়েছে। তাদের টেকডাউনের হার ৬০-৭০ শতাংশ।

সামাজিক যোগাযোগ মাধ্যম চালুর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আমি আনুষ্ঠানিকভাবে জানাতে চাই, আমরা বিধিনিষেধ প্রত্যাহার করে নিচ্ছি। ভিপিএন ব্যবহার করায় অনেক ব্যান্ডউইথ দেশের বাইরে চলে যাচ্ছে। এতে আর্থিক ক্ষতি এবং তথ্য চলে যাওয়ারও ঝুঁকি রয়েছে।

তিনি বলেন, ফেসবুক-ইউটিউব ও টিকটককে বাংলাদেশে তাদের অফিস স্থাপনের অনুরোধ করেছি। আমরাও চাই বাংলাদেশে তাদের বিনিয়োগ হোক। বাংলাদেশে অফিস ও ডেটা সেন্টার স্থাপন করলে আমরাও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারব।

পলক বলেন, আমরা হোয়াটস্যাপসহ সবগুলোই ওপেন করে দিচ্ছি। তাদের কমিউনিটি গাইডলাইন মেনে চালু হবে।

বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১৪ দিনের মাথায় চালু হলো ফেসবুক-ইউটিউব

আপডেট সময় : ০৩:০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪

 

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে ১৩ দিন বন্ধ থাকার পর বুধবার চালু হলো হোটয়াটঅ্যাপ, ফেসবুক, ইউটিউব ও টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম।

বুধবার (৩১ জুলাই) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) বিভিন্ন প্ল্যাটফর্মের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে বন্ধ থাকা সামাজিক যোগাযোগ মাধ্যম চালুর ঘোষণা দেন ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিষয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক।

প্রতিমন্ত্রী জানান টিকটক প্রতিনিধিরা সশরীরে এবং অন্যান্য প্রতিনিধিরা অনলাইন প্ল্যাটফর্মে বৈঠকে অংশ নেন।

বৈঠকের সিদ্ধান্ত জানাতে গিয়ে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, গত কয়েকদিনে সহিংসতার ঘটনা সংক্রান্ত বিভিন্ন কনটেন্ট নিয়ে আপত্তি জানিয়েছিল সরকার। ফেসবুক, ইউটিউব ও টিকটক এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, টিকটকের প্রতিনিধি শারীরিকভাবে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিয়েছেন, আমরা সন্তুষ্ট হয়েছি। আনুমানিক সাড়ে সাত লাখের উপরে কনটেন্ট টেকডাউন করেছে টিকটক। আমাদের অনুরোধ তারা নিয়েছে। তাদের টেকডাউনের হার ৬০-৭০ শতাংশ।

সামাজিক যোগাযোগ মাধ্যম চালুর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আমি আনুষ্ঠানিকভাবে জানাতে চাই, আমরা বিধিনিষেধ প্রত্যাহার করে নিচ্ছি। ভিপিএন ব্যবহার করায় অনেক ব্যান্ডউইথ দেশের বাইরে চলে যাচ্ছে। এতে আর্থিক ক্ষতি এবং তথ্য চলে যাওয়ারও ঝুঁকি রয়েছে।

তিনি বলেন, ফেসবুক-ইউটিউব ও টিকটককে বাংলাদেশে তাদের অফিস স্থাপনের অনুরোধ করেছি। আমরাও চাই বাংলাদেশে তাদের বিনিয়োগ হোক। বাংলাদেশে অফিস ও ডেটা সেন্টার স্থাপন করলে আমরাও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারব।

পলক বলেন, আমরা হোয়াটস্যাপসহ সবগুলোই ওপেন করে দিচ্ছি। তাদের কমিউনিটি গাইডলাইন মেনে চালু হবে।

বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।