দাগনভূঞায় স্বাস্থ্যখাতে নতুন অধ্যায়
১৯ জন নতুন কর্মী যোগ দিলেন স্বাস্থ্য বিভাগে
- আপডেট সময় : ১০৯ বার পড়া হয়েছে
দীর্ঘদিনের তীব্র জনবল সংকটের অবসান ঘটিয়ে এবার দাগনভূঞা উপজেলার স্বাস্থ্যসেবায় যোগ হলো নতুন প্রাণ।
ফেনী জেলার সিভিল সার্জন ডা. রুবায়েত করিমের অক্লান্ত পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টায় এবং সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দাগনভূঞা উপজেলার স্বাস্থ্য বিভাগে নতুন করে নিয়োগপ্রাপ্ত হয়েছেন ১৬ জন স্বাস্থ্য সহকারী, ১ জন অ্যাম্বুলেন্স চালক, ১ জন ক্যাশিয়ার এবং ১ জন অফিস সহকারী।
নবনিযুক্তদেরকে আন্তরিকভাবে বরণ করে নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম সোহরাব আল হোসাইন। তিনি তাদের দাগনভূঞা স্বাস্থ্য পরিবারে স্বাগতম জানান এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাজেদুল করিম অপু এবং মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. সুনন্দ সেন।
এই নিয়োগের মাধ্যমে দাগনভূঞার প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখন আরও সহজে ও সুলভে স্বাস্থ্যসেবা পাবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জনকল্যাণে এই পদক্ষেপ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে।



















