ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

৬ লেনের দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ

দেলোয়ার হোসেন রশিদী, লোহাগাড়া (চট্টগ্রাম)
  • আপডেট সময় : ৬৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম-কক্সবাজারর মহাসড়কে ৬লেনের দাবী জানিয়ে মানবন্ধন করে সড়ক অবরোধ করেছে লোহাগাড়ায় আন্দোলনকারিরা।
গত শুক্রবার লোহাগাড়ার সর্বস্তরের জনসাধারণসহ বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাশাবি সামনে থেকে শুরু হয়। পরে মানববন্ধনটি মহাসড়ক হয়ে বটতলী মোটর স্টেশন এলাকায় পুলিশ বক্সের সামনে এলাকায় অবস্থান নেয় আন্দোলনকারিরা।
অপরদিকে, উপজেলা পরিষদের সামনেও অবস্থান নেয় আন্দোলনকারিরা।
তারা সেখানে দাবী করেন, যতক্ষণ পর্যন্ত দাবী মেনে নেওয়া হবেনা, ততক্ষণ পর্যন্ত তাদের মানববন্ধন চলবে। এসময় পৌণে এক ঘন্টা সড়ক অবরোধ ছিল, গাড়ি চলাচল বন্ধ ছিল।
মানববন্ধনে দাবী আদায়ের জন্য বটতলী মোটর স্টেশন এলাকা ও উপজেলা পরিষদের সামনে এলাকায় ব্লকেড কর্মসূচি পালন করেন আন্দোলনকারিরা।মানববন্ধনে আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে মানতে হব। মোদের দাবি একটাই, আরকান সড়ক ৬লেন চাই এ স্লোগানে মুখরিত ছিল আন্দোলনকারিরা।
ব্লকেড কর্মসূচি পালনকালে লোহাগাড়ার বিভিন্ন শ্রেনীর মানুষসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬লেনে উন্নীত করতে হবে। যদি ৬লেনে উন্নীত করা না হয় তাহলে পরবর্তীতে আমরা ২৪ ঘন্টার সড়ক ব্লকেড কর্মসূচি দিতে বাধ্য হবো।
মানববন্ধনে খবর পেয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো. সাইফুল ইসলাম আন্দোলনকারীদের সাথে কথা বলেন, ইউএনওর আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারিরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

৬ লেনের দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ

আপডেট সময় :

চট্টগ্রাম-কক্সবাজারর মহাসড়কে ৬লেনের দাবী জানিয়ে মানবন্ধন করে সড়ক অবরোধ করেছে লোহাগাড়ায় আন্দোলনকারিরা।
গত শুক্রবার লোহাগাড়ার সর্বস্তরের জনসাধারণসহ বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাশাবি সামনে থেকে শুরু হয়। পরে মানববন্ধনটি মহাসড়ক হয়ে বটতলী মোটর স্টেশন এলাকায় পুলিশ বক্সের সামনে এলাকায় অবস্থান নেয় আন্দোলনকারিরা।
অপরদিকে, উপজেলা পরিষদের সামনেও অবস্থান নেয় আন্দোলনকারিরা।
তারা সেখানে দাবী করেন, যতক্ষণ পর্যন্ত দাবী মেনে নেওয়া হবেনা, ততক্ষণ পর্যন্ত তাদের মানববন্ধন চলবে। এসময় পৌণে এক ঘন্টা সড়ক অবরোধ ছিল, গাড়ি চলাচল বন্ধ ছিল।
মানববন্ধনে দাবী আদায়ের জন্য বটতলী মোটর স্টেশন এলাকা ও উপজেলা পরিষদের সামনে এলাকায় ব্লকেড কর্মসূচি পালন করেন আন্দোলনকারিরা।মানববন্ধনে আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে মানতে হব। মোদের দাবি একটাই, আরকান সড়ক ৬লেন চাই এ স্লোগানে মুখরিত ছিল আন্দোলনকারিরা।
ব্লকেড কর্মসূচি পালনকালে লোহাগাড়ার বিভিন্ন শ্রেনীর মানুষসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬লেনে উন্নীত করতে হবে। যদি ৬লেনে উন্নীত করা না হয় তাহলে পরবর্তীতে আমরা ২৪ ঘন্টার সড়ক ব্লকেড কর্মসূচি দিতে বাধ্য হবো।
মানববন্ধনে খবর পেয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো. সাইফুল ইসলাম আন্দোলনকারীদের সাথে কথা বলেন, ইউএনওর আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারিরা।