৭৬ বছরে পা রাখছে চারুকলা, মঙ্গল শোভাযাত্রায় যোগ হবে ভিন্নমাত্রা

- আপডেট সময় : ০৭:২২:৩৩ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪ ৩৮৯ বার পড়া হয়েছে
এবারে ৭৬ বছরে পা রাখছে চারুকলা। একারণে পহেলা বৈশাখ তথা মঙ্গল শোভাযাত্রায় যোগ ভিন্নমাত্রা। এরই মধ্যে চালুকলায় জোর কদমে এগিয়ে চলছে নববর্ষের প্রস্তুতি।
চারুকলার শিক্ষার্থীদের রঙতুলির আঁচরে লোকজ সংস্কৃতির ছাপ ফুটে ওঠছে নানা পণ্যে। বৈশাখের প্রধান অনুষঙ্গ মোঙ্গলশোভা যাত্রা নানা উপকরণ তৈরির কাজও চলছে দিনে রাতে। হাতে সময় নেই। ইদের ছুটিতে অনেকেই অনেকেই বাড়ি চলে যাওয়ায় কাজের কিছুটা ধীর গতি। তাতে কোন সমস্যা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এবারের মঙ্গলশোভা যাত্রা চারুকলা থেকে বের হয়ে শিশু পার্ক, টিএসটি হয়ে ফের চারুকলায় গিয়ে শেষ হবে।
১৪৩১ এর মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য হলো আমরা তো তিমিরবিনাশী। প্রতিপাদ্যটি নেয়া হয়েছে কবি জীবনানন্দ দাশের কবিতা থেকে। মঙ্গল শোভাযাত্রার নিরাপত্তায় থাকছে আইনশৃঙ্খলা বাহিনী।