ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo বিএনপির সংবাদ সম্মেলন Logo রাজশাহী বিএনপির নতুন নেতৃত্বে মামুন-রিটন Logo সুন্দরগঞ্জে গরু চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা, এক নারী আটক Logo ২০২৬ সালের নির্বাচন বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ-কাজী নাজমুল হোসেন তাপস Logo শেরপুর জেলার বরবটি যাচ্ছে দেশের বিভিন্ন হাটবাজারে,কৃষকের মূখে হাসি Logo রামগতিতে অর্থের অভাবে চিকিৎসা পাচ্ছেনা, স্কুল ছাত্রী সুমাইয়া Logo মুরাদনগরে ট্রিপল মার্ডারের আসামিরা উপদেষ্টার হেফাজতে, আসামি ধরছে না পুলিশ Logo জয়পুরহাটে অসময়ে টানা তিনদিনের বৃষ্টি, আমন-সবজির ক্ষতির আশঙ্কা Logo আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক গোল টেবিল বৈঠক Logo পঞ্চগড়ে স্বাস্থ্য তহবিলে জামায়াতের ১০ লাখ টাকা অনুদান

একশ কোটি নয়, মাত্র ২০ লাখ টাকা ব্যয়ে চালু কাজীপাড়া মেট্রোস্টেশন

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৩৩৯ বার পড়া হয়েছে

কাজীপাড়া মেট্রোস্টেশন

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

কোটা সংস্কার আন্দোলন চলার সময় হামলায় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ মেট্রো স্টেশন সংস্কার করে চালু করতে প্রায় ৩৫০ কোটি টাকার মতো খরচ হবে এবং তা সচলে প্রায় এক বছর সময় লাগার কথা জানিয়েছিলো হাসিনা সরকার। এরমধ্যে কম ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশনের মেরামতে প্রায় একশ কোটি টাকা খরচ হবার কথা জানিয়েছিলো মেট্রোরেলের সাবেক এমডি এম এন সিদ্দিকী।

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন চালু হচ্ছে মাত্র ২০ লাখ টাকা ব্যয়ে। স্টেশনটি আগামীকাল শুক্রবার যাত্রীদের জন্য উন্মুক্ত হচ্ছে।

দ্রুত সংস্কারের চেষ্টা চলছে মিরপুর-১০ মেট্রো স্টেশনটিও। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যে এই স্টেশনটিও যাত্রীদের খুলে দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মোহাম্মদ আবদুর রউফ।

অথচ গত ১৯শে জুলাই হামলার ঘটনার পর আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি সংস্কার করে পুনরায় সচল করতে কমপক্ষে এক বছর সময় লাগবে।

আর গত ২৭ জুলাই ওবায়দুল কাদের জানিয়েছিলেন, তাদের বিশেষজ্ঞরা বলেচেন, মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশন ধ্বংসপ্রাপ্ত। এক বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না।

মেট্রোর এমডি বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, শুক্রবার (২০ সেপ্টেম্বর) খুলে দেওয়া হবে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন। কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হয় স্টেশনটি। এটি সংস্কার করে চালুর ব্যবস্থা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। প্রাথমিক খরচ পড়েছে ২০ লাখ ৫০ হাজার টাকার মতো। সব কাজ শেষ হলে খরচ আরও বাড়বে। এছাড়া এই শুক্রবার থেকেই সাপ্তাহিক বন্ধ উঠিয়ে নিয়ে নিয়মিত চলাচল করচে যাচ্ছে মেট্রোরেল।

 

মোহাম্মদ আবদুর রউফ বলেন, স্টেশন চালু করতে ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। সেখানে এখনও অনেক সরঞ্জাম লাগবে যা আস্তে আস্তে ঠিক করা হবে। তখন খরচ বাড়তে পারে। তবে শুধু মানুষের কথা ভেবে দ্রুত এটা চালু করা হচ্ছে।

শুক্রবার মেট্রোরেল চলাচলের বিষয়ে তিনি বলেন, শুক্রবার দুপুর ৩টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত মেট্রোরেল চলবে। এক্ষেত্রে হেডওয়ে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) ১০ মিনিট, ৮ মিনিট ও ১২ মিনিট থাকবে সময় অনুযায়ী।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, মিরপুর ১০ স্টেশন নিয়ে একটি কমিটি কাজ চলছে। এখনও কী কী ক্ষয়ক্ষতি হয়ছে তা এই কমিটি নিরুপম করছে। আগামী সাত দিনের মধ্যে জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ। তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গত ১৯ দিনে যাত্রী পরিবহন হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৯ হাজার ৯ জন আর আয় হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৫৫১।

শুক্রবারের মেট্রোরেল চলাচলের সময়সূচি হলো, উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে দুপুর ৩টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত। মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে দুপুর ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত।

সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি

এছাড়া গত ১৮ সেপ্টেম্বর মেট্রোরেলের ভায়াডাক্ট এর বিয়ারিং প্যাড স্থানচ্যুত হওয়ার ঘটনার কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশসহ রিপোর্ট জমা দিতে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছে ডিএমটিসিএল, প্রকল্প ও পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে এই রিপোর্ট দাখিল করা হবে। তখন এই সংক্রান্ত বিষয় বিস্তারিতভাবে জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

একশ কোটি নয়, মাত্র ২০ লাখ টাকা ব্যয়ে চালু কাজীপাড়া মেট্রোস্টেশন

আপডেট সময় :

 

কোটা সংস্কার আন্দোলন চলার সময় হামলায় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ মেট্রো স্টেশন সংস্কার করে চালু করতে প্রায় ৩৫০ কোটি টাকার মতো খরচ হবে এবং তা সচলে প্রায় এক বছর সময় লাগার কথা জানিয়েছিলো হাসিনা সরকার। এরমধ্যে কম ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশনের মেরামতে প্রায় একশ কোটি টাকা খরচ হবার কথা জানিয়েছিলো মেট্রোরেলের সাবেক এমডি এম এন সিদ্দিকী।

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন চালু হচ্ছে মাত্র ২০ লাখ টাকা ব্যয়ে। স্টেশনটি আগামীকাল শুক্রবার যাত্রীদের জন্য উন্মুক্ত হচ্ছে।

দ্রুত সংস্কারের চেষ্টা চলছে মিরপুর-১০ মেট্রো স্টেশনটিও। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যে এই স্টেশনটিও যাত্রীদের খুলে দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মোহাম্মদ আবদুর রউফ।

অথচ গত ১৯শে জুলাই হামলার ঘটনার পর আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি সংস্কার করে পুনরায় সচল করতে কমপক্ষে এক বছর সময় লাগবে।

আর গত ২৭ জুলাই ওবায়দুল কাদের জানিয়েছিলেন, তাদের বিশেষজ্ঞরা বলেচেন, মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশন ধ্বংসপ্রাপ্ত। এক বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না।

মেট্রোর এমডি বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, শুক্রবার (২০ সেপ্টেম্বর) খুলে দেওয়া হবে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন। কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হয় স্টেশনটি। এটি সংস্কার করে চালুর ব্যবস্থা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। প্রাথমিক খরচ পড়েছে ২০ লাখ ৫০ হাজার টাকার মতো। সব কাজ শেষ হলে খরচ আরও বাড়বে। এছাড়া এই শুক্রবার থেকেই সাপ্তাহিক বন্ধ উঠিয়ে নিয়ে নিয়মিত চলাচল করচে যাচ্ছে মেট্রোরেল।

 

মোহাম্মদ আবদুর রউফ বলেন, স্টেশন চালু করতে ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। সেখানে এখনও অনেক সরঞ্জাম লাগবে যা আস্তে আস্তে ঠিক করা হবে। তখন খরচ বাড়তে পারে। তবে শুধু মানুষের কথা ভেবে দ্রুত এটা চালু করা হচ্ছে।

শুক্রবার মেট্রোরেল চলাচলের বিষয়ে তিনি বলেন, শুক্রবার দুপুর ৩টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত মেট্রোরেল চলবে। এক্ষেত্রে হেডওয়ে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) ১০ মিনিট, ৮ মিনিট ও ১২ মিনিট থাকবে সময় অনুযায়ী।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, মিরপুর ১০ স্টেশন নিয়ে একটি কমিটি কাজ চলছে। এখনও কী কী ক্ষয়ক্ষতি হয়ছে তা এই কমিটি নিরুপম করছে। আগামী সাত দিনের মধ্যে জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ। তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গত ১৯ দিনে যাত্রী পরিবহন হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৯ হাজার ৯ জন আর আয় হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৫৫১।

শুক্রবারের মেট্রোরেল চলাচলের সময়সূচি হলো, উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে দুপুর ৩টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত। মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে দুপুর ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত।

সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি

এছাড়া গত ১৮ সেপ্টেম্বর মেট্রোরেলের ভায়াডাক্ট এর বিয়ারিং প্যাড স্থানচ্যুত হওয়ার ঘটনার কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশসহ রিপোর্ট জমা দিতে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছে ডিএমটিসিএল, প্রকল্প ও পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে এই রিপোর্ট দাখিল করা হবে। তখন এই সংক্রান্ত বিষয় বিস্তারিতভাবে জানা যাবে।