ভোলায় অস্ত্রসহ ৩ জলদস্যু আটক করেছে কোস্টগার্ডের
- আপডেট সময় : ৩৬৩ বার পড়া হয়েছে
ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের খায়েরহাট বাজার সংলগ্ন এলাকায় একটি বাড়িতে থেকে দেশীয় অস্ত্রসহ তিন জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর- রশিদ বুধবার বিকালে এতথ্য জানান।
ভোলা জেলার সদর উপজেলাধীন তুলাতলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং তৎসংলগ্ন চরে মোঃ আনোয়ার এর নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজী, জমিদখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে সকাল সাড়ে ৫টা পর্যন্ত ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন ৫ নং দক্ষিণ জয়নগর ইউনিয়নের খায়েরহাট বাজার সংলগ্ন ব্যাপারী বাড়ি তল্লাশী করে কুখ্যাত ডাকাত মোঃ আনোয়ার হোসেন, মোঃ সোহেল এবং মোঃ হাসান কে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি কার্তুজ, ১৫ টি দেশীয় অস্ত্র এবং ১টি অবৈধ মোটর সাইকেলসহ আটক করা হয়। এই অভিযানে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ পুলিশ অংশগ্রহণ করে।




















