আশুগঞ্জে ভারতীয় ঔষধসহ দুইজন গ্রেপ্তার

- আপডেট সময় : ২৭৩ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ বিপুল পরিমাণ ভারতীয় ঔষধসহ ২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি কাভার্ডভ্যাও আটক করা হয়।
আটকরা হচ্ছে, সিলেট জেলার জৈয়ন্তাপুর উপজেলার রামপ্রসাদ গ্রামের বাবুল আহম্মেদ (২৬) ও একই গ্রামের মো. রুবেল আহম্মেদ (৩২)।
বৃহস্পতিবার রাতে জেলা পুলিশের মিডিয়া উইংস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তাতে বলা হয়, বৃহস্পতিবার রাত ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক গাজী রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ।
এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তল্লাশি করে অবৈধভাবে আনা ভারতীয় ৯৬ হাজার পিস ডাইক্লো-এম ট্যাবলেট, ৩৫৫ পিস প্র্যাকটিন সিরাপ ও ১ লাখ ৮০ হাজার পিস ডেক্সসন ট্যাবলেট ও ৩ লাখ ৬৮ হাজার পিস সাইপ্রোহেপটাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে আটকদের ঔষধের বিষয়ে জিজ্ঞাসা করলে তারা কোনো সঠিক তথ্য দিতে পারেনি। শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে ঔষধ আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।
সঠিক কাগজ পত্র ও আমদানিকারকের বিষয়ে না জানাতে পারায় ঔষধ ও বহনকারী কাভার্ডভ্যান জব্দ করা হয়। এ নিয়ে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।