গাজীপুরে ২০ মামলার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা

- আপডেট সময় : ০৯:০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ ১৭৬ বার পড়া হয়েছে
অস্ত্র, মাদক ও ছিনতাইসহ ২০টি মামলার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায় আসামির অনুসারীরা। তিন্তু ব্যর্থ হয় তারা।
শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পূর্ব থানার মরকুন এলাকায় ঘটনাটি ঘটে।
গ্রেপ্তার আসামি হচ্ছে, মরকুন এলাকার মৃত ইমান আলীর ছেলে ইব্রাহিম খলিল অপু (২৮)। পুলিশের দাবি, তিনি কুখ্যাত চিহ্নিত মাদককারবারি। তবে পুলিশের ওপর হামলাকারীদের বিষয়ে তথ্য পাওয়া যায়নি।
গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ ঘটনার এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, টঙ্গী পূর্ব থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও ছিনতাইসহ ২০টি মামলা রয়েছে ইব্রাহিম খলিল অপুর নামে। এর মধ্যে ৯টি মামলার ওয়ারেন্ট রয়েছে তার বিরুদ্ধে। তিনি গত ২ বছর ধরে পলাতক ছিলেন। চিহ্নিত মাদককারবারি তিনি।
ওসি কায়সার আহমেদ বলেন, শুক্রবার দুপুরে মরকুন এলাকা থেকে আসামি ইব্রাহিম খলিল অপুকে গ্রেপ্তার করে পুলিশ। সিএনজি করে পুলিশ থানায় নিয়ে আসছিল।
এ সময় তার অনুসারীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা করে। কিন্তু পুলিশের তৎপরতায় তাকে ছিনিয়ে নিতে পারেনি।
ওসি আরও বলেন, ইব্রাহিম খলিল অপু নিজেকে ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হিসেবে দাবি করে।