ভান্ডারিয়ায় বিআরডিবি কর্তৃক মাসিক যৌথ সভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত
 
																
								
							
                                - আপডেট সময় : ৩২০ বার পড়া হয়েছে
পিরোজপুরের ভান্ডারিয়ায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আওতাধীন সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী (সিভিডিপি) ৩য় পর্যায় মাসিক যৌথ সভা ও ই- প্রশিক্ষণ কোর্স-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর )সকালে উপজেলার বিআরডিবি হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সদর দপ্তর এর উপ- প্রকল্প পরিচালক (সিভিডিপি- ৩য় পর্যায়) মোহাম্মদ তৌহিদুল হক ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার উপ-পরিচাল মোঃ নাজমুল আনোয়ার,নাজিরপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুম মিয়া প্রমুখ।
প্রশিক্ষণে উপজেলার প্রায় ৬০টি সমিতি থেকে সদস্যরা অংশগ্রহণ করেন এবং সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণ করেন।
 
																			


















