সংবাদ শিরোনাম ::
শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় মদ সহ গ্রেফতার-১

শেরপুর প্রিতিনিধি
- আপডেট সময় : ০৫:২৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ১২৯ বার পড়া হয়েছে
সীমান্তবর্তী শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬০ বোতল মদ সহ খোরশেদ আলম (৩৫)নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) ভোরে উপজেলার দুধনই তালতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি উপজেলার দুধনই তালতলা এলাকার আব্দুল আজিজ এর ছেলে।পুলিশ জানায়,গোপনে সংবাদ পেয়ে এসআই আবুল হাসেম ও এএসআই শামছুল হক সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে উপজেলার দুধনই তালতলা এলাকা থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬০ বোতল মদ সহ খোরশেদ আলমকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত মদের বর্তমান বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।ঝিনাইগাতী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আল আমিন এই বিষয়ে সত্যতা নিশ্চিত করেন গ্রেফতারকৃত মাদককারবারি খোরশেদ আলমের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।