ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩২৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

রাজশাহীর পুঠিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। তারা মোটরসাইকেলের আরোহীদের একটি যাত্রী বাস চাপায় তারা মারা যান। শনিবার (২১ ডিসেম্বর) রাজশাহী-নাটোর মহাসড়কে পুঠিয়ার শিবপুর এলাকার ঘটনা।

নিহতরা হচ্ছে, পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের আবুল হোসেনের ছেলে আবু হানিফ (২৫), তার স্ত্রী ফাতেমা (২২) ও শ্যালিকা যুথি (১৪)। ফাতেমা ও যুথির বাবার নাম শাহেদ আলী। বাড়ি পুঠিয়া উপজেলার পালোপাড়া গ্রামে।

পুঠিয়ার শিবপুরের পবা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসাইন জানান, একই মোটরসাইকেলে চেপে আবু হানিফ, ফাতেমা ও যুথি রাজশাহীর দিক থেকে পুঠিয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথে শিবপুর এলাকায় নাটোর থেকে রাজশাহীমুখী একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

বাসটি তিনজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই হানিফ ও যুথি মারা যান।

হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকেই তাদের মরদেহ বাড়ি নিয়ে যান পরিবারের সদস্যরা। চিকিৎসাধীন অবস্থায় বিকালে ফাতেমাও মারা যান।

এসআই ফিরোজ হোসাইন জানান, চাপা দিয়ে পালিয়ে যাওয়া বাসটিকে শনাক্ত করতে তারা বিভিন্ন স্থানের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের

আপডেট সময় :

 

রাজশাহীর পুঠিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। তারা মোটরসাইকেলের আরোহীদের একটি যাত্রী বাস চাপায় তারা মারা যান। শনিবার (২১ ডিসেম্বর) রাজশাহী-নাটোর মহাসড়কে পুঠিয়ার শিবপুর এলাকার ঘটনা।

নিহতরা হচ্ছে, পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের আবুল হোসেনের ছেলে আবু হানিফ (২৫), তার স্ত্রী ফাতেমা (২২) ও শ্যালিকা যুথি (১৪)। ফাতেমা ও যুথির বাবার নাম শাহেদ আলী। বাড়ি পুঠিয়া উপজেলার পালোপাড়া গ্রামে।

পুঠিয়ার শিবপুরের পবা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসাইন জানান, একই মোটরসাইকেলে চেপে আবু হানিফ, ফাতেমা ও যুথি রাজশাহীর দিক থেকে পুঠিয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথে শিবপুর এলাকায় নাটোর থেকে রাজশাহীমুখী একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

বাসটি তিনজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই হানিফ ও যুথি মারা যান।

হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকেই তাদের মরদেহ বাড়ি নিয়ে যান পরিবারের সদস্যরা। চিকিৎসাধীন অবস্থায় বিকালে ফাতেমাও মারা যান।

এসআই ফিরোজ হোসাইন জানান, চাপা দিয়ে পালিয়ে যাওয়া বাসটিকে শনাক্ত করতে তারা বিভিন্ন স্থানের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।