ভান্ডারিয়ায় জামায়েতের কর্মী সম্মেলন
- আপডেট সময় : ১০:০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভান্ডারিয়া পৌর শাখার উদ্যেগে গতকাল বৃহস্পতিবার সকালে ভান্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসা মাঠে সহযোগী সদস্য ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভান্ডারিয়া পৌর শাখার আমীর মাওলানা মোহাম্মদ আবুল বাশার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল আঞ্চলিক টিম সদস্য ফখরুদ্দিন খান রাজী, বিশেষ অতিথি পিরোজপুরে জেলা সেক্রেটারী মোঃ জহিরুল হক, সহকারী সেক্রেটারী মোঃ সিদ্দিকুল ইসলাম, মঠবাড়িয়া উপজেলা আমীর শরীফ আব্দুল জলিল|
ভান্ডারিয়ার আমীর মোঃ আমির হোসেন খান, সেক্রেটারী মাওলানা মোফাজ্জেল হোসাইন, রাজনৈতিক ও প্রশাসনিক সেক্রেটারী তমিজ উদ্দিন কাজল মিয়া, গৌরিপুর ইউনিয়ন সভাপতি মোঃ আবু নাঈম ৩নং ওয়ার্ড সভাপতি মো আবু নাঈম. ৪নং ওয়ার্ড সভাপতি মোঃ নাসির উদ্দিন ও ৮নং ওয়ার্ড সভাপতি আল আমিন ওমর প্রমুখ। সম্মেলনে উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌর সভার কয়েকশত নারী পুরুষ নেতা কর্মী অংশ নেয়।