ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo ‘দুর্গা পূজায় সৌজন্যে ইলিশ ভারতে পাঠানোর অনুমোদন’ Logo চাঁপাইনবাবগঞ্জ কারাগার থেকে ভারতীয় নাগরিক রামদেবকে স্বাদেশে প্রত্যাবাসন Logo নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের চুক্তি স্বাক্ষর Logo বিহারীবস্তিতে দুস্কৃতিকারীর হামলায় শালিসি ব্যক্তিত্ব পূর্ব আহত Logo শিবগঞ্জের দ্বিতীয় দফায় ভাঙ্গনের কবলে পদ্মা পাড়ের মানুষ, ফেলা হচ্ছে জিও ব্যাগ Logo কক্সবাজারে ইউনিয়ন হাসপাতালের সাথে ভোরের পাখি সংগঠনের স্বাস্থ্য সেবা চুক্তি Logo জকসু ও সম্পূরক বৃত্তিসহ জবি শাখা বাগছাসের ৫ দাবি Logo ইঞ্জিনিয়ার হারুন উর রশিদ গার্লস কলেজের শিক্ষার্থীদের নবীন বরন Logo জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা শাখার প্রচার মিছিল সম্পন্ন

সচিবালয়ে অগ্নিকান্ডের তদন্ত রিপোর্ট মঙ্গলবার

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে  সোমবার (৩০ ডিসেম্বর) জমা দেওয়ার কথা থাকলেও সেটা মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জমা দেওয়া কথা জানালেন,   স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি। আজ সোমবার  বিকালে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র সচিব ড. নাসিমুল গনি বলেন, ‘সচিবালয়ে আগুনের ঘটনায় প্রাথমিক রিপোর্ট দেওয়ার জন্য ৩০ ডিসেম্বর (সোমবার) সময় দেওয়া হয়েছিল। ক্যাবিনেট থেকে সেটার সময় একদিন বাড়িয়ে দেওয়ার অনুমতি নিয়েছি। কিছু টেস্ট আজকে রাতেও হবে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আবার বসবো। এরপরই বিকালের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়া হবে।

সিনিয়র সচিব বলেন, আপনারা জানেন অগ্নিকাণ্ড তদন্তে একটি হাইপাওয়ার কমিটি গঠন করা হয়েছে। এখানে অনেক দল কাজ করছে একসঙ্গে। সেনাবাহিনীর টিম কাজ করছে, বুয়েটের টিম কাজ করছে, পিডব্লিউটির লোকেরা কাজ করছে, পুলিশ ও আইসিটির লোকেরা কাজ করছে। আমরা সবাই কাজ করছি টিম হয়ে। তাদের থেকে আলামত সংগ্রহ করে সেগুলো আলোচনা করে একটা কনক্লুশনে আসার চেষ্টা করছি যে প্রাথমিকভাবে কী বলা যায়।

তিনি বলেন, সেটা করতে গিয়ে আমরা দেখতে পারছি কিছু জিনিসের ল্যাব টেস্ট করা হয়েছে। আজকে কিছু আলামত নেওয়া হয়েছে, সেগুলোও টেস্ট করা হচ্ছে। আমাদের প্রাথমিকভাবে ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তবে আমরা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কিছুক্ষণ আগে আরও একদিনের সময় চেয়ে নিয়েছি। কারণ কিছু টেস্ট আজ রাতে হবে। সেগুলো হলে পরে আমরা আবার কালকে বসবো। তখন আমরা একটা প্রাথমিক ধারণা নিতে পারবো।

তাহলে কি আগামীকাল প্রাথমিক প্রতিবেদন জমা দেবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আশা করছি আগামীকাল বিকেল ৫টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে পারবো। যদি পারি তার আগে হয়ে গেলে দিয়ে দেবো। তবে আমরা বিকেল ৫টা পর্যন্ত সময় নিয়েছি। কারণ আমাদের অনেক টিম কাজ করছে। সেগুলো একত্র করে সারসংক্ষেপ করার জন্য একটু সময় লাগবেই। আর কিছু জিনিস আছে যেগুলোর ল্যাব টেস্টের ক্যাপাসিটি আমাদের দেশে নেই। সেগুলো বিদেশে পাঠিয়ে টেস্ট করা হবে।

কোন দেশে পাঠানো হবে জানতে চাইলে সিনিয়র এই সচিব বলেন, যেখানে এসব পরীক্ষার সুযোগ আছে সেখানেই পাঠানো হবে। কী সংক্রান্ত আলামত সংগ্রহ করেছেন জানতে চাইলে সিনিয়র সচিব বলেন, আমরা আগুন সংক্রান্ত আলামত সংগ্রহ করেছি। প্রাথমিক প্রতিবেদনে আপনারা কী দেখতে পেলেন, জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের প্রশ্ন এখন করবেন না। আমি বলতে পারবো না।

চূড়ান্ত প্রতিবেদন কতদিনের মধ্যে দেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে সিনিয়র সচিব বলেন, সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। বিদেশে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য আলামত যাবে এবং আসবে, এতে কিছু সময় লাগবে। তবে যত দ্রুত করা সম্ভব আমরা সেটা করবো। সিসিটিভি ফুটেজে কোনো কিছুর আলামত পেয়েছেন কি না, জানতে চাইলে নাসিমুল গণি বলেন, আমরা এই মুহূর্তে আর কোনো প্রশ্নের উত্তর দিচ্ছি না। আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়ে সে সময় কিছু বলার প্রয়োজন হলে বলা হবে।

গত ২৫ ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে ভবনটির ষষ্ঠ থেকে নবম তলায় অবস্থিত পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার ও আসবাব পুড়ে যায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সচিবালয়ে অগ্নিকান্ডের তদন্ত রিপোর্ট মঙ্গলবার

আপডেট সময় :

 

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে  সোমবার (৩০ ডিসেম্বর) জমা দেওয়ার কথা থাকলেও সেটা মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জমা দেওয়া কথা জানালেন,   স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি। আজ সোমবার  বিকালে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র সচিব ড. নাসিমুল গনি বলেন, ‘সচিবালয়ে আগুনের ঘটনায় প্রাথমিক রিপোর্ট দেওয়ার জন্য ৩০ ডিসেম্বর (সোমবার) সময় দেওয়া হয়েছিল। ক্যাবিনেট থেকে সেটার সময় একদিন বাড়িয়ে দেওয়ার অনুমতি নিয়েছি। কিছু টেস্ট আজকে রাতেও হবে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আবার বসবো। এরপরই বিকালের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়া হবে।

সিনিয়র সচিব বলেন, আপনারা জানেন অগ্নিকাণ্ড তদন্তে একটি হাইপাওয়ার কমিটি গঠন করা হয়েছে। এখানে অনেক দল কাজ করছে একসঙ্গে। সেনাবাহিনীর টিম কাজ করছে, বুয়েটের টিম কাজ করছে, পিডব্লিউটির লোকেরা কাজ করছে, পুলিশ ও আইসিটির লোকেরা কাজ করছে। আমরা সবাই কাজ করছি টিম হয়ে। তাদের থেকে আলামত সংগ্রহ করে সেগুলো আলোচনা করে একটা কনক্লুশনে আসার চেষ্টা করছি যে প্রাথমিকভাবে কী বলা যায়।

তিনি বলেন, সেটা করতে গিয়ে আমরা দেখতে পারছি কিছু জিনিসের ল্যাব টেস্ট করা হয়েছে। আজকে কিছু আলামত নেওয়া হয়েছে, সেগুলোও টেস্ট করা হচ্ছে। আমাদের প্রাথমিকভাবে ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তবে আমরা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কিছুক্ষণ আগে আরও একদিনের সময় চেয়ে নিয়েছি। কারণ কিছু টেস্ট আজ রাতে হবে। সেগুলো হলে পরে আমরা আবার কালকে বসবো। তখন আমরা একটা প্রাথমিক ধারণা নিতে পারবো।

তাহলে কি আগামীকাল প্রাথমিক প্রতিবেদন জমা দেবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আশা করছি আগামীকাল বিকেল ৫টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে পারবো। যদি পারি তার আগে হয়ে গেলে দিয়ে দেবো। তবে আমরা বিকেল ৫টা পর্যন্ত সময় নিয়েছি। কারণ আমাদের অনেক টিম কাজ করছে। সেগুলো একত্র করে সারসংক্ষেপ করার জন্য একটু সময় লাগবেই। আর কিছু জিনিস আছে যেগুলোর ল্যাব টেস্টের ক্যাপাসিটি আমাদের দেশে নেই। সেগুলো বিদেশে পাঠিয়ে টেস্ট করা হবে।

কোন দেশে পাঠানো হবে জানতে চাইলে সিনিয়র এই সচিব বলেন, যেখানে এসব পরীক্ষার সুযোগ আছে সেখানেই পাঠানো হবে। কী সংক্রান্ত আলামত সংগ্রহ করেছেন জানতে চাইলে সিনিয়র সচিব বলেন, আমরা আগুন সংক্রান্ত আলামত সংগ্রহ করেছি। প্রাথমিক প্রতিবেদনে আপনারা কী দেখতে পেলেন, জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের প্রশ্ন এখন করবেন না। আমি বলতে পারবো না।

চূড়ান্ত প্রতিবেদন কতদিনের মধ্যে দেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে সিনিয়র সচিব বলেন, সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। বিদেশে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য আলামত যাবে এবং আসবে, এতে কিছু সময় লাগবে। তবে যত দ্রুত করা সম্ভব আমরা সেটা করবো। সিসিটিভি ফুটেজে কোনো কিছুর আলামত পেয়েছেন কি না, জানতে চাইলে নাসিমুল গণি বলেন, আমরা এই মুহূর্তে আর কোনো প্রশ্নের উত্তর দিচ্ছি না। আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়ে সে সময় কিছু বলার প্রয়োজন হলে বলা হবে।

গত ২৫ ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে ভবনটির ষষ্ঠ থেকে নবম তলায় অবস্থিত পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার ও আসবাব পুড়ে যায়।