ঢাকা ১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo বিমান বাহিনীর অভ্যন্তরে ‘র’নেটওয়ার্ক ফাঁস শীর্ষক প্রতিবেদনে বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে প্রতিবাদ লিপি Logo পটুয়াখালী জেলা বিজেপির আহবায়ক শাওন ও সদস্য সচিব রুমী Logo জকসু নির্বাচনসহ ২ দাবিতে জবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি Logo নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু Logo বছরের সাত মাস পানি বন্ধী বিদ্যালয় তিন যুগ ধরে নৌকায় যাতায়াত শিক্ষক-শিক্ষার্থীর Logo ঝিনাইগাতীতে সামান্য বৃষ্টিতেই প্রধান রাস্তায় হাঁটুপানি, দুর্ভোগে পথচারীরা Logo ভান্ডারিয়ায় খাল থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার,পায়ে বাঁধা ছিল ইট Logo রক্তস্নাত মাগুরার ৪ আগস্ট: যেদিন কলমে রক্ত জমেছিল, চোখে জমেছিল মৃত্যুর আলপনা Logo জয়পুরহাটে গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে প্রতিবন্ধী মেলা Logo প্রতিবছর নদী ভাঙ্গনে কমছে জমি, গৃহহীন হচ্ছেন হাজারো পরিবার

পটুয়াখালীর কুয়াকাটায় দশম আন্তর্জাতিক পানি সম্মেলন শুরু

পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ৮৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামীর নির্বাচিত রাজনৈতিক সরকারের মাধ্যমে তিস্তা সংকট সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ। বিগত সরকার ১৬ বছরেও তিস্তা সংকট সমাধান করতে পারেনি। দরকার হলে চীন, নেপাল, জাপান ও আমেরিকার সহযোগিতা নিয়ে জোট গঠন করে এ সংকটের সমাধানের আহবান জানিয়েছে তিনি। প্রতি বছর পানির জন্য কয়েক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এদিকে একশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারহা কবির বলেন, নদীকে শাসন নয়, সম্মান করতে হবে। নদীর মর্যাদা রক্ষা করে মানুষের পানি অধিকার ও নায্যতা নিশ্চিত করতে হবে।
গত রোববার (২৬ জানুয়ারি) পটুয়াখালীর কুয়াকাটায় ‘পানির ভূ-রাজনীতি এবং সমুদ্রের ভবিষ্যৎ’ স্লোগানে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘একশনএইড বাংলাদেশ’ উদ্যোগে দুই দিনের দশম আন্তর্জাতিক পানি সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তারা একথা বলেন। আন্তঃসীমান্ত নদী নিয়ে ভূ-রাজনীতি, পানি ব্যবস্থাপনা ও সমুদ্র সম্পদের ভবিষ্যতের স্থায়িত্ব নিয়ে বর্তমান চ্যালেঞ্জ এবং আলোচনাকে উৎসাহিত করার লক্ষ্যে এ সম্মেলনে দেশ-বিদেশের বিশেষজ্ঞরা বাংলাদেশসহ আন্ত:সীমানা পানি ও নদী নিয়ে চলমান ভূ-রাজনীতি এবং সমুদ্রের বিদ্যমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন বাংলাদেশ, নেপাল, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, চীন ও ভারতের বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, দেশ-বিদেশের যুবক, নারী, অ্যাকাডেমিক, গবেষক, নীতিনির্ধারক, বেসরকারি সংস্থা-এনজিও, দাতা সংস্থা ও বাস্তবায়নকারীদের সম্পৃক্ত করে পানি ব্যবস্থাপনা, নদী শাসন এবং পানি ও সমুদ্রের ভবিষ্যতের স্থায়িত্ব নিয়ে বর্তমান চ্যালেঞ্জ বিষয়ে গুরুত্বারোপ করতে হবে। এছাড়া এসব বিষয়ে সচেতনতা তৈরিতে জোর দেওয়া হবে। পাশাপাশি পানিসম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে অংশীদারদের মধ্যে সহযোগিতা বাড়িয়ে আঞ্চলিক স্থিতিশীলতা, আঞ্চলিক সহযোগিতা, ন্যায়সংগত বণ্টন এবং পানি ও সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনাকে উৎসাহিত এবং সার্বিক উন্নয়ন নিশ্চিতের তাগিদও থাকবে সম্মেলনে। আয়োজকরা বলেন, এ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য থাকবে পানি, নদী এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে উদ্ভাবনীমূলক সমাধান চিহ্নিত ও প্রচার করা, পানি ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনায় ন্যায়সংগত ও ন্যায্যতার দৃষ্টিভঙ্গি নিশ্চিত করা।

রোববার সম্মেলনের প্রথম দিনে ‘তিস্তা ও সীমান্তবর্তী নদীসমূহের ভবিষ্যৎ’, ‘জলবায়ু পরিবর্তন ও স্থানীয় উদ্ভাবন’, ‘জলবায়ু ভবিষ্যৎ’, ‘পানি অর্থায়ন এবং পানি কূটনীতির ভূমিকা’ নিয়ে আলোচনা হয়। দ্বিতীয় দিনে সোমবারের পানির নায্য বণ্টন নিশ্চিত করে নারীর ক্ষমতায়ন, পানি ব্যবস্থাপনায় নারীবাদী দৃষ্টিতে জলবায়ু পরিবর্তন এবং ক্ষমতার সম্পর্ক মূল্যায়ন, পানি বিষয়ক শিক্ষাকে মূলধারায় সম্পৃক্তকর, ‘সহযোগিতার ভূ-রাজনীতি এবং সমুদ্র ও পানিসম্পদ রক্ষার মত বিষয়গুলো। সম্মেলন থেকে প্রাপ্ত সুপারিশ এবং প্রস্তাবনাগুলো পরবর্তীতে জাতীয় এবং আন্তর্জাতিক নীতিনির্ধারণী তুলে ধরা হবে। দেশের পানিসম্পদ ও তার ব্যবস্থাপনা নিয়ে মানুষের চিন্তার প্রসার, পানি নিয়ে বিভিন্ন উদ্ভাবনী চিন্তার বিকাশ, বিভিন্ন ধরনের সংলাপকে উৎসাহিত করা, পানি নিয়ে একত্রে কাজ করতে জোট গঠন, আন্তঃসীমান্ত কার্যক্রমে উৎসাহ দিতে ২০১৬ সাল থেকেই আন্তর্জাতিক পানি সম্মেলন আয়োজন করে আসছে একশনএইড বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পটুয়াখালীর কুয়াকাটায় দশম আন্তর্জাতিক পানি সম্মেলন শুরু

আপডেট সময় :

আগামীর নির্বাচিত রাজনৈতিক সরকারের মাধ্যমে তিস্তা সংকট সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ। বিগত সরকার ১৬ বছরেও তিস্তা সংকট সমাধান করতে পারেনি। দরকার হলে চীন, নেপাল, জাপান ও আমেরিকার সহযোগিতা নিয়ে জোট গঠন করে এ সংকটের সমাধানের আহবান জানিয়েছে তিনি। প্রতি বছর পানির জন্য কয়েক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এদিকে একশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারহা কবির বলেন, নদীকে শাসন নয়, সম্মান করতে হবে। নদীর মর্যাদা রক্ষা করে মানুষের পানি অধিকার ও নায্যতা নিশ্চিত করতে হবে।
গত রোববার (২৬ জানুয়ারি) পটুয়াখালীর কুয়াকাটায় ‘পানির ভূ-রাজনীতি এবং সমুদ্রের ভবিষ্যৎ’ স্লোগানে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘একশনএইড বাংলাদেশ’ উদ্যোগে দুই দিনের দশম আন্তর্জাতিক পানি সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তারা একথা বলেন। আন্তঃসীমান্ত নদী নিয়ে ভূ-রাজনীতি, পানি ব্যবস্থাপনা ও সমুদ্র সম্পদের ভবিষ্যতের স্থায়িত্ব নিয়ে বর্তমান চ্যালেঞ্জ এবং আলোচনাকে উৎসাহিত করার লক্ষ্যে এ সম্মেলনে দেশ-বিদেশের বিশেষজ্ঞরা বাংলাদেশসহ আন্ত:সীমানা পানি ও নদী নিয়ে চলমান ভূ-রাজনীতি এবং সমুদ্রের বিদ্যমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন বাংলাদেশ, নেপাল, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, চীন ও ভারতের বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, দেশ-বিদেশের যুবক, নারী, অ্যাকাডেমিক, গবেষক, নীতিনির্ধারক, বেসরকারি সংস্থা-এনজিও, দাতা সংস্থা ও বাস্তবায়নকারীদের সম্পৃক্ত করে পানি ব্যবস্থাপনা, নদী শাসন এবং পানি ও সমুদ্রের ভবিষ্যতের স্থায়িত্ব নিয়ে বর্তমান চ্যালেঞ্জ বিষয়ে গুরুত্বারোপ করতে হবে। এছাড়া এসব বিষয়ে সচেতনতা তৈরিতে জোর দেওয়া হবে। পাশাপাশি পানিসম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে অংশীদারদের মধ্যে সহযোগিতা বাড়িয়ে আঞ্চলিক স্থিতিশীলতা, আঞ্চলিক সহযোগিতা, ন্যায়সংগত বণ্টন এবং পানি ও সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনাকে উৎসাহিত এবং সার্বিক উন্নয়ন নিশ্চিতের তাগিদও থাকবে সম্মেলনে। আয়োজকরা বলেন, এ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য থাকবে পানি, নদী এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে উদ্ভাবনীমূলক সমাধান চিহ্নিত ও প্রচার করা, পানি ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনায় ন্যায়সংগত ও ন্যায্যতার দৃষ্টিভঙ্গি নিশ্চিত করা।

রোববার সম্মেলনের প্রথম দিনে ‘তিস্তা ও সীমান্তবর্তী নদীসমূহের ভবিষ্যৎ’, ‘জলবায়ু পরিবর্তন ও স্থানীয় উদ্ভাবন’, ‘জলবায়ু ভবিষ্যৎ’, ‘পানি অর্থায়ন এবং পানি কূটনীতির ভূমিকা’ নিয়ে আলোচনা হয়। দ্বিতীয় দিনে সোমবারের পানির নায্য বণ্টন নিশ্চিত করে নারীর ক্ষমতায়ন, পানি ব্যবস্থাপনায় নারীবাদী দৃষ্টিতে জলবায়ু পরিবর্তন এবং ক্ষমতার সম্পর্ক মূল্যায়ন, পানি বিষয়ক শিক্ষাকে মূলধারায় সম্পৃক্তকর, ‘সহযোগিতার ভূ-রাজনীতি এবং সমুদ্র ও পানিসম্পদ রক্ষার মত বিষয়গুলো। সম্মেলন থেকে প্রাপ্ত সুপারিশ এবং প্রস্তাবনাগুলো পরবর্তীতে জাতীয় এবং আন্তর্জাতিক নীতিনির্ধারণী তুলে ধরা হবে। দেশের পানিসম্পদ ও তার ব্যবস্থাপনা নিয়ে মানুষের চিন্তার প্রসার, পানি নিয়ে বিভিন্ন উদ্ভাবনী চিন্তার বিকাশ, বিভিন্ন ধরনের সংলাপকে উৎসাহিত করা, পানি নিয়ে একত্রে কাজ করতে জোট গঠন, আন্তঃসীমান্ত কার্যক্রমে উৎসাহ দিতে ২০১৬ সাল থেকেই আন্তর্জাতিক পানি সম্মেলন আয়োজন করে আসছে একশনএইড বাংলাদেশ।