শ্রীপুরে আবাসিক সংযোগ নিয়ে বানিজ্যিক প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার করায় এক ব্যাক্তির ৩ মাসের কারাদন্ড
- আপডেট সময় : ৩২০ বার পড়া হয়েছে
২৯ এ জানুয়ারি বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর একটি টিম ও শ্রীপুর? উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিলের যৌথ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় অবৈধ বিদ্যুৎ ব্যাবহার করার কারনে শ্রীপুর পৌরসভার কেওয়া গ্?ামের সিদ্দিকের ছেলে মোঃ রবিউল ইসলামকে (৩৫) কে বিদ্যুৎ আইন ২০১৮ এর ৩৭(গ) ধারায় ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মাওনা জোনাল অফিসের এজিএম কম এজিএম আনিসুল হক বলেন, ১টি মিটারে ২৪০ ইউনিট ব্যবহারের অনুমতি থাকলেও তিনি অবৈধ উপায়ে প্রায় ৪ হাজার ইউনিট ব্যবহার করছিলেন। গ্রাহক রবিউল ইসলাম। দীর্ঘদিন যাবৎ অটো গ্যারেজে বিদ্যুৎ চুরি করে ২০-২২টি অটোরিকশা চার্জ দিয়ে আসছেন। কয়েকবার তাকে সর্তক করা হলেও তিনি বৈধ পথ অবলম্বন করেননি। পরে বুধবার দুপুর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তাকে হাতেনাতে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ড প্রদান করেন। অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল বলেন বিদ্যুৎ চুরির বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে ।




















