মেয়েদের প্রথম মেকআপ বা সাজগোজ শেখার আয়কন হচ্ছে তার মা : অভিনেত্রী অপু বিশ্বাস
- আপডেট সময় : ০২:৪৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস বলেন, যে কোনো মেয়ের প্রথম মেকআপ বা সাজগোজ শেখার আয়কন হচ্ছে তার মা, মেয়েরা সব সময় মায়ের দিকেই তাকিয়ে থাকে। মা কি কি সাজগোজ করছে। কোনটা কিভাবে লাগাচ্ছে ইত্যাদি। মা-ই মেয়েদের প্রথম মেকআপ আটিস্ট এবং ট্রেইনার। আমি মনে করি প্রতিটি নারীর ভেতরেই সাজগোজের ব্যাপারটা থাকে। রূপচর্চার বিষয়টি আবহমানকাল ধরে সংস্কৃতির সঙ্গে মিশে থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে এর ধারণা বদলে গেছে। তাই বিউটি সেলুনের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর সব কিছুই মাথায় রেখে নরসিংদীতে ‘বিউটিরুম বাই আফরিন’ আরো বড় পরিশরে আজকে উদ্বোধন করা হলো। ‘বিউটিরুম বাই আফরিন’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি শুক্রবার বিকেলে নরসিংদী শহরের প্রাণকেন্দ্র হেমেন্দ্র সাহার মোড়ে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে নতুন রুপে আরো বড় পরিসরে যাত্রা শুরু করল ‘বিউটিরুম বাই আফরিন’। এ উপলক্ষ্যে ফিতা ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দেশে খ্যাতনামা অভিনয় শিল্পী, সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব, শিল্পপতি, মডেল এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।
‘বিউটিরুম বাই আফরিন’ এর কর্ণধার আফরিন ইসলাম বলেন, সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি চুল ও ত্বক নিয়ে নানা সমস্যার কথা আমরা শুনে থাকি ফলে এটি এখন শুধু মাত্র স্টাইলের বিষয় নয় এটি একটি স্বাস্থ্যগত ব্যাপারও বটে। এর জন্য প্রয়োজন বিজ্ঞানসম্মত ট্রিটমেন্ট এবং প্রশিক্ষিত এক্সপার্ট। এসব ব্যাপার মাথায় রেখে নরসিংদীতে আরো বড় পরিসরে ‘বিউটিরুম বাই আফরিন’ আজকের উদ্বোধন করা হয়েছে।