আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা পেলেন পত্নীতলার কবি, সাহিত্যিক ও গবেষক ড. আবুল হায়াত ইসমাইল

- আপডেট সময় : ১২:২২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৬৫ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা লাভ করেছেন নওগাঁর পত্নীতলা উপজেলার শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক গবেষক সাবেক অধ্যক্ষ ড. আবুল হায়াত ইসমাইল। শিক্ষা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়। গত ১৪ ফেব্রুয়ারী স্বপ্ননীল সাহিত্যচর্চা পরিষদের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মোড়ক উম্মোচন ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এই সম্মানে ভুষিত করা হয়।
এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক বর্ণাঢ্য অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন কবি ও সাহিত্যিক রাফিয়া বেগম ডলি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুণীজনদের সংবর্ধনা প্রদান করেন বিচারপতি এস এম মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. মাহফুজুর রহমান আকন্দ, কবি, সাহিত্যিক ও গবেষক ড. আবুল হায়াত ইসমাইল প্রমুখ। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কবি, গবেষক ও সাহিত্যিক কামরুল ইসলাম। অনুষ্ঠানে পত্নীতলার অপর কবি আহমেদ হোসেন বাবু এর ‘তবুও প্রণম্য তুমি’ বইয়ের মোড়ক উম্মোচনসহ আরো কয়েকজন লেখকের বইয়ের মোড়ক উম্মোচন করা হয়।
উল্লেখ্য কবি, সাহিত্যিক, গবেষক ও শিক্ষাবিদ ড. আবুল হায়াত ইসমাইল পেশায় একজন কলেজ শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি সাংবাদিকতা ও সাহিত্য চর্চা করতেন। সর্বশেষ তিনি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার জাহাঙ্গীরপুর সরকারি কলেজের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন শেষে ২০০৭ সালে অবসর গ্রহণ করেন। এরপর থেকেই তিনি লেখালেখি চালিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত তার ৩৫টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে কাব্যগ্রন্থ ৪টি, ছড়া ৩টি, গল্পগ্রন্থ ৭টি, কিশোর উপন্যাস ও সায়েন্স ফিকশন ১০টি। লেখালেখির পাশাপাশি বর্তমানে তিনি উদয়ন সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।