ডাঃ ইলিয়াস মিয়া স্মরণে মেডিক্যাল ক্যাম্প অনুষ্টিত
- আপডেট সময় : ১৮৩ বার পড়া হয়েছে
বিশিষ্ট চিকিৎসক প্রয়াত ডাঃ ইলিয়াস মিয়ার স্মরণে নয়াটিলার “ডাঃ সিকান্দার সবেতরা বালিকা উচ্চ বিদ্যালয়ে” ১৫ ফেব্রুয়ারি ২০২৫ একটি বিশেষ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ডাঃ ইলিয়াস মিয়ার কন্যা ডাঃ হালিমা ইলিয়াস লিমার উদ্যোগে এবং একদল অভিজ্ঞ চিকিৎসকের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়েছেন।
ক্যাম্পে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, ডায়াবেটিস ও রক্তচাপ নির্ণয়, ঔষুধ বিতরণ, এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ প্রদান করা হয়। আয়োজকরা জানান, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন ৩নং মুন্সীবাজার ইউনিয়নের চেয়ারম্যান জনাব রাহেল হোসেন, ডাঃ ইলিয়াস মিয়ার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মানুষের সেবায় তাঁর আজীবনের অবদান স্মরণীয় করে রাখতে এ ধরনের উদ্যোগ আগামীতে বছরে দুইবার নেওয়া হবে। আয়োজকরা বলেন প্রয়াত এই চিকিৎসকের মানবিক কার্যক্রমের আদর্শকে সামনে রেখেই তারা এ কার্যক্রম চলমান রাখবেন। উক্ত মেডিক্যাল ক্যাম্পে ৫ জন অভিজ্ঞ চিকিৎসক ও ১০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।। সেবাগ্রহণকারী রোগীরা বলেন, “এমন উদ্যোগ আমাদের খুব উপকারে আসে। বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ পাওয়ায় আমরা কৃতজ্ঞ।”




















