ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ

ব্যাংক কর্মীকে পেটালো চেরাডাঙ্গী মেলার সাইকেলস্ট্যান্ড ইজারাদারেরা

ব্যুরো প্রধান
  • আপডেট সময় : ০৬:৩০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরে পল্লী সঞ্চয় ব্যাংকে কর্মরত মো. মাহফুজ হাসানকে বেধড়ক পিটিয়েছে দিনাজপুর চেরাডাঙ্গী মেলার সাইকেল স্ট্যান্ডের ইজারাদারেরা। এই অভিযোগ নিয়ে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন ব্যাংক কর্মী ও সদর উপজেলার আউলিয়াপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মকসুদ আলী (অ্যাড.) এর পুত্র মাহফুজ হাসান।

১৯ ফেব্রুয়ারী বুধবার বেলা ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে এই ব্যাংক কর্মী জানান গত১৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় তিনি ব্যাংকের কাজে মোটরসাইকেল যোগে মহব্বতপুর হাজীদিঘি থেকে ফরিদপুরে যাচ্ছিলাম। পথিমধ্যে চেরাডাঙ্গী মেলার প্রথম গেটের সামনে পৌছামাত্রই মেলার সাইকেল স্ট্যান্ডের ইজারাদার পুলহাট এলাকার বাসিন্দা বিশুর ছেলে মিন্টু (২৮) এর নেতৃত্বে মাসিমপুর এলাকার নাজিম এর ছেলে মো. বাবু (৩৮), মনতা এর ছেলে মো. মাসুদ (৩৫) ও বেলপুকুর এলাকার বাসিন্দা হাফিজুর রহমানের ছেলে মো. রিয়াদ (২৫)সহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জন সন্ত্রাসী তাকে সাইকেল স্ট্যান্ডে মোটরসাইকেল রাখতে বাধ্য করছিল। এক পর্যায়ে কিছু উচ্ছৃঙ্খল ছেলে তার শার্টের কলার ধরে স্ট্যান্ডের দিকে টানতে থাকে এবং বলে আমরা মেলা ডেকে নিয়েছি যা বলি তা শুনতে হবে। এসময় পিছন দিক থেকে তাকে লাঠি দিয়ে আঘাত করে ও তার মটরসাইকেল ও অফিসের কাগজপত্রসহ ব্যাগ রাস্তায় ফেলে দেয়। এরপর কয়েকজন মিলে তাকে সামনের দিকে টানতে থাকে এবং লাঠি ও ধারালো ছুরি দিয়ে মারাত্মক আঘাত করে। এমনকি ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দেয় তার। ঘটনাস্থলের সন্ত্রাসী মিন্টু (২৮)সহ আরো অজ্ঞাতনামা কয়েকজন ধারালো ছুরি দিয়ে কোমরের নিচে ছুরির ৩ থেকে ৪টি কোপ দেয় ও তাকে মাটিতে ফেলে দিয়ে তার শার্ট-জ্যাকেট ছিড়ে দেয়। ঘটনার সময় তার মোটরসাইকেল ও অফিসের ব্যাগ মাটিতে পড়ে থাকে, পরবর্তীতে মোটরসাইকেলটিও ভাংচুর করে সন্ত্রাসীরা। এসময় দু’জন স্থানীয় জনপ্রতিনিধি তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার নাকের হাড় ভেঙ্গে যাওয়ায় অস্ত্রোপচার করা হয়। এছাড়াও ছুরির কোপে আক্রান্ত শরীরে সেলাই দেয়া হয়। তার জ্যাকেটের পকেট থেকে সঞ্চয় ব্যাংকের কালেকশনের ২০ হাজার টাকাও হারিয়ে যায়। এ ঘটনায় দিনাজপুর কোতয়ালী থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে অভিযোগকারী মাহফুজ হাসান আরও বলেন, এখন আর ফ্যাসিস্টের দুঃশাসন নেই। বর্তমান অন্তর্বতীকালীন সরকার সন্ত্রাস-দূর্নীতি নির্মূলে বদ্ধপরিকর। এমতাবস্থায় তারা এই দুঃসাহস পায় কোথায়? মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে সাইকেল স্ট্যান্ড করা কোন ধরনের কাজ? প্রশাসনের পক্ষ থেকেও এ ব্যাপারে নজরদারী করা প্রয়োজন বলে জানান। অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সমাজকে সন্ত্রাসমুক্তসহ তরুণ-যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে মুক্ত করতে দায়েরকৃত এজাহারটি যথাযথভাবে তদন্ত করে হামলাকারী মিন্টুসহ সকল সন্ত্রাসীদের দৃষ্টান্তমুলক ব্যবস্থা গ্রহণে জোর দাবী জানিয়েছেন এই ব্যাংকার মাহফুজ হাসান। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো: আব্দুল কাইয়ুম ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ

ব্যাংক কর্মীকে পেটালো চেরাডাঙ্গী মেলার সাইকেলস্ট্যান্ড ইজারাদারেরা

আপডেট সময় : ০৬:৩০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

দিনাজপুরে পল্লী সঞ্চয় ব্যাংকে কর্মরত মো. মাহফুজ হাসানকে বেধড়ক পিটিয়েছে দিনাজপুর চেরাডাঙ্গী মেলার সাইকেল স্ট্যান্ডের ইজারাদারেরা। এই অভিযোগ নিয়ে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন ব্যাংক কর্মী ও সদর উপজেলার আউলিয়াপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মকসুদ আলী (অ্যাড.) এর পুত্র মাহফুজ হাসান।

১৯ ফেব্রুয়ারী বুধবার বেলা ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে এই ব্যাংক কর্মী জানান গত১৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় তিনি ব্যাংকের কাজে মোটরসাইকেল যোগে মহব্বতপুর হাজীদিঘি থেকে ফরিদপুরে যাচ্ছিলাম। পথিমধ্যে চেরাডাঙ্গী মেলার প্রথম গেটের সামনে পৌছামাত্রই মেলার সাইকেল স্ট্যান্ডের ইজারাদার পুলহাট এলাকার বাসিন্দা বিশুর ছেলে মিন্টু (২৮) এর নেতৃত্বে মাসিমপুর এলাকার নাজিম এর ছেলে মো. বাবু (৩৮), মনতা এর ছেলে মো. মাসুদ (৩৫) ও বেলপুকুর এলাকার বাসিন্দা হাফিজুর রহমানের ছেলে মো. রিয়াদ (২৫)সহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জন সন্ত্রাসী তাকে সাইকেল স্ট্যান্ডে মোটরসাইকেল রাখতে বাধ্য করছিল। এক পর্যায়ে কিছু উচ্ছৃঙ্খল ছেলে তার শার্টের কলার ধরে স্ট্যান্ডের দিকে টানতে থাকে এবং বলে আমরা মেলা ডেকে নিয়েছি যা বলি তা শুনতে হবে। এসময় পিছন দিক থেকে তাকে লাঠি দিয়ে আঘাত করে ও তার মটরসাইকেল ও অফিসের কাগজপত্রসহ ব্যাগ রাস্তায় ফেলে দেয়। এরপর কয়েকজন মিলে তাকে সামনের দিকে টানতে থাকে এবং লাঠি ও ধারালো ছুরি দিয়ে মারাত্মক আঘাত করে। এমনকি ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দেয় তার। ঘটনাস্থলের সন্ত্রাসী মিন্টু (২৮)সহ আরো অজ্ঞাতনামা কয়েকজন ধারালো ছুরি দিয়ে কোমরের নিচে ছুরির ৩ থেকে ৪টি কোপ দেয় ও তাকে মাটিতে ফেলে দিয়ে তার শার্ট-জ্যাকেট ছিড়ে দেয়। ঘটনার সময় তার মোটরসাইকেল ও অফিসের ব্যাগ মাটিতে পড়ে থাকে, পরবর্তীতে মোটরসাইকেলটিও ভাংচুর করে সন্ত্রাসীরা। এসময় দু’জন স্থানীয় জনপ্রতিনিধি তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার নাকের হাড় ভেঙ্গে যাওয়ায় অস্ত্রোপচার করা হয়। এছাড়াও ছুরির কোপে আক্রান্ত শরীরে সেলাই দেয়া হয়। তার জ্যাকেটের পকেট থেকে সঞ্চয় ব্যাংকের কালেকশনের ২০ হাজার টাকাও হারিয়ে যায়। এ ঘটনায় দিনাজপুর কোতয়ালী থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে অভিযোগকারী মাহফুজ হাসান আরও বলেন, এখন আর ফ্যাসিস্টের দুঃশাসন নেই। বর্তমান অন্তর্বতীকালীন সরকার সন্ত্রাস-দূর্নীতি নির্মূলে বদ্ধপরিকর। এমতাবস্থায় তারা এই দুঃসাহস পায় কোথায়? মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে সাইকেল স্ট্যান্ড করা কোন ধরনের কাজ? প্রশাসনের পক্ষ থেকেও এ ব্যাপারে নজরদারী করা প্রয়োজন বলে জানান। অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সমাজকে সন্ত্রাসমুক্তসহ তরুণ-যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে মুক্ত করতে দায়েরকৃত এজাহারটি যথাযথভাবে তদন্ত করে হামলাকারী মিন্টুসহ সকল সন্ত্রাসীদের দৃষ্টান্তমুলক ব্যবস্থা গ্রহণে জোর দাবী জানিয়েছেন এই ব্যাংকার মাহফুজ হাসান। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো: আব্দুল কাইয়ুম ।