চান্দিনায় দালাল চক্রের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেই জীবন শঙ্কা

- আপডেট সময় : ০৩:৫১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ ১৫৮ বার পড়া হয়েছে
কুমিল্লার চান্দিনায় অভিযুক্ত দালাল মানব পাচার কারি কামাল হোসেনের বিরুদ্ধে, চান্দিনা থানায় অভিযোগ করে এখন জীবন শঙ্কায় ভুক্তভোগীরা। তথ্য প্রমাণ থাকার পরও গ্রেপ্তার হচ্ছে না দালাল। উল্টো টাকা ফেরত চাইলে পেতে হচ্ছে হত্যার হুমকি। কুমিল্লা চান্দিনায় বড়গোবিন্দপুর পশ্চিম পাড়া আলামিন ও তার পরিবারের সাথে এমন ঘটনা ঘটেছে। মানব পাচারের শিকার হয়েছিলেন উপজেলার আল আমিন এবং তার মতে অনেকেই। সেই আলামিনের বাড়িতে গিয়েছিল প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক। কারণ সেই আল আমিনের মা হালিমা বেগম সেই দালাল কামাল হোসেনের বিরুদ্ধে থানায় দুটি অভিযোগ করে। কামাল হোসেন উপজেলার বড়গোবিন্দপুর ভুঁইয়া বাড়ির আব্দুস ছামাদ মেম্বারের ছেলে।
আল আমিন ও তার পরিবার বলেন, দালাল কামাল বলেন ছেলেটা শিক্ষিত , দেখতেও অনেক ভালো, ভালো চার ,পাঁচটি কফিহাউজের বিসা আছে সৌদি আরবের, এই কথা বলে আলামিনের পরিবারের কাছ থেকে চার লাক্ষ ৫০ হাজার টাকার বিনিময়ে বিদেশ নিয়ে যায় , সেখানে যাওয়ার পর কোন চাকরি না দিয়ে বন্দি করে রাখে, খাদ্য সংকট অনাহারে দিন কাটছিল তাদের এবং সেখান থেকে পুলিশ ধরে নিয়ে যায় তিন মাস জেল খেটে বাড়ি আসে আল আমিন।
গ্রামবাসী ও স্থানিয়রা বলেন অনেক আগ থেকেই মানব পাচারের সাথে জরিত, একাদিক বার আমরা সামাজিক ভাবে বসছিলাম , সে প্রভাবশালী হওয়ায় সামিাজিক ভাবে সিন্দান্তকে উপেক্ষা করে উলটো আমাদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেয়। চান্দিনা থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা বলেন, অভিযোগের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত দালাল কামাল হোসেনের বাড়িতে গেলে তিনি টের পেয়ে বাড়িতে থেকে চলে যান। এই বিষয়ে কামাল হোসেনের ব্যাক্তিগত মোবাইলে একাদিকবার কল দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রান্তি পর্যায়ে মানুষের মধ্যে মানব পাচার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও বৈধ পথে অভিবাসনে উৎসাহ বাড়ানোরসহ দালাল কামাল হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের দাবী জানান স্থানিয়রা।