নাটোরে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিন-দুলু

- আপডেট সময় : ১২:২৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
নাটোরে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যান।দেশে সন্ত্রাস, চাঁদাবাজ, ডাকাতি, ধর্ষণ যে পরিমানে বেড়ে গেছে। আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না।
গতকাল ২৪ ফেব্রুয়ারি বিকেলে শহরের ভবানীগঞ্জ মোড়ে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে এক বিশাল জনসভায় প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির নেতা সাবেক এমপি ও মন্ত্রী এড, আলহাজ্ব এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন।
এড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শেখ হাসিনার দোসর খুনিদের আক্রমণে আমাদের দলের সানাউল্লাহ নুর বাবু, গামা, রায়হানসহ অসংখ্য নেতাকর্মীকে খুন করেছে। জাতিসংঘ ঘোষণা দিয়েছে, শেখ হাসিনা খুনি। তিনি যে দেশে খুন, হত্যা চালিয়েছে, তার আন্তজার্তিক আদালতে বিচার করা হবে।
দুলু বলেন, তারেক রহমানের ৩১ দফা বাংলাদেশের গণতন্ত্র পরিচালনা কাজে ব্যবহার করা হবে। ২০ বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। দেশে সন্ত্রাস, চাঁদাবাজ, ডাকাতি, ধর্ষণ যে পরিমানে বেড়ে গেছে। আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। দেশে দিনে দিনে আইন-শৃংখলা অবনতি ঘটছে। আপনারা তা নিয়ন্ত্রণ করতে পারছেন না। আপনারা অতি দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যান।
দুলু সাংবাদিকদের কথা বলেন, সাংবাদিকরা এ ১৫ বছর যে সহযোগিতা করেছে, তার ঝণ কখনো আমরা শোধ করতে পারবো না। রাজপথে থেকে যে রক্ত ঝড়িয়েছেন তার প্রমান আমাদের সংবাদিকরা। তার জীবনের ঝুঁকি মাঠে বিশ্বের সামনে সত্য তুলে ধরেছেন।
বিশাল সমাবেশে জেলা সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়বাদী দলের ভাইস চেয়ারম্যান এড, আহমেদ আযম খান। প্রধান অতিথি বক্তব্যে বলেছেন বর্তমান অন্তবর্তীকালীন সরকারের ভিতরে বাইরে ষড়যন্ত্রকারীরা গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে। ফ্যাসিবাদ শেখ হাসিনা বলতেন আগে উন্নয়ন পরে নির্বাচন, আগে লুটেপুটে খেয়ে পরে নির্বাচনের চিন্তা। শেখ হাসিনা সরকারের মত এই সরকারের মাথায় ও ভূত চেপেছে। ষড়যন্ত্রকারীরা এখন বলছেন আগে সংস্কার পরে নির্বাচন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আগামী ৫ আগস্টে এ সরকারের মেয়াদ ১ বছর হবে সরকারের জন্য সংস্কারের জন্য এক বছর হবে। সংস্কারের জন্য ১ বছর সময় যথেষ্ট। তাই দিয়ে সম্মানের সাথে বিদায় নিন। বিশাল সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক এমপি কাজী গোলাম মোর্শেদ, বিএনপির নেতা আব্দুল আজিজ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এ্যাড, ফারজানা শারমিন পুতুল, যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, যুগ্ম আহবায়ক যুবদলের সভাপতি এ হায় তালুকদার ডালিম, নবগঠিত স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, যুগ্ন আহ্বায়ক দাউদার মাহমুদ, যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান চৌধুরী বাবুল, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শাহিন, প্রমুখ। এর আগে দুপুর থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা বিভিন্ন যানবাহনে জিয়া অমর হোক খালেদা জিয়া অমর হোক তারেক রহমান অমর হোক এই স্লোগান মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দেন বিকেলের দিকে পুরো মহাসমাবেশে রূপ নেয়। বিশাল জনসভায় হাজার হাজার নেতা কর্মীরা সমাবেশে যোগ দেন।