সিনিয়র সাংবাদিক হাসান শাহরিয়ারপল্লব সড়ক দুর্ঘটনায় আহত
- আপডেট সময় : ১৯৬ বার পড়া হয়েছে
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় পত্নীতলা মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৈনিক গণমুক্তি পত্রিকার নওগাঁ ব্যুরো হাসান শাহরিয়ার পল্লব আহত হয়েছেন। নজিপুর থেকে সিএনজি যোগে নওগাঁ যাওয়ার বুধবার বেলা ১১.০০টায় নওহাটার মোড়ের কে বহনকারী সিএনজি’র সাথে অপরদিক থেকে আসা একটি প্রাইভেট কারের সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তার কপাল মারাত্বক জখম হওয়ায় ১৩/১৪টি সেলাই দেওয়া হয়েছে বলে জানা গেছে। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে তিনি নজিপুরে নিজ বাসস্থানে অবস্থান করছেন।
আহত সংবাদকর্মী হাসান শাহরিয়ার জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে তিনি রাতেই নিজ বাড়িতে ফিরে আসেন। দ্রুত সুস্থ্যতার জন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন। উল্লেখ্য হাসান শাহরিয়ার পল্লব সাংবাদিকতা ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে জড়িত। বর্তমানে তিনি টেলিভিশন, প্রিন্ট, অনলাইন, জার্নালিস্ট এ্যাসোশিয়েশন নওগাঁ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, নিরাপদ সড়ক চাই আন্দোলনের পত্নীতলা শাখার সভাপতি এবং বিসিডিএস পত্নীতলা উপ-শাখার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।



















