মহাদেবপুরে মাহে রমাদানের পবিত্রতা রক্ষায় জামায়াতের মিছিল ও সমাবেশ
 
																
								
							
                                - আপডেট সময় : ২৬৬ বার পড়া হয়েছে
নওগাঁর মহাদেবপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে মাহে রমাদানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারী রোজ শুক্রবার আনুমানিক বিকেলে ৩:৩০ টায় মহাদেবপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে নেতা কর্মী ও সাধারণ জনগণ বাস স্ট্যান্ড আল আরাফাহ ব্যাংকের সামনে একত্রিত হয়। বাসস্ট্যান্ডে থেকে মিছিলটি শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় নেতাকর্মীরা পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন,মহাদেবপুর -বদলগাছী ৪৮ নওগাঁ-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মাহফুজুর রহমান,মহাদেবপুর উপজেলা শাখার আমীর আব্দুল আজিজ সুমন,উপজেলা শাখার সেক্রেটারি শেখ সাজ্জাদুল ইসলাম বাবু, সাবেক আমীর শহীদুল ইসলাম ফারুক, নায়েবে আমীর মো: রফিকুল ইসলাম রফিক,সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো: ইউসুফ আলী প্রমুখসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী।
 
																			


















