দিনাজপুরে নিউট্রিশন কো-অর্ডিনেশন সদস্যদের লার্নিং ভিজিট

- আপডেট সময় : ১২:২০:৩২ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে
পুষ্টি সমৃদ্ধ শহর গড়ার লক্ষ্যে দিনাজপুরে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন সদস্যদের লার্নিং ভিজিট কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) দুপুরে সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশনের (সাফ) সহযোগিতায় ও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়নাধীন নাইস প্রকল্পের লার্নিং ভিজিটের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন অনুষ্ঠানের সভাপতি দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন, দিনাজপুর পৌরসভার মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি) ও রংপুর সিটি কর্পোরেশনের সিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (সিএলএমএনসিসি) সদস্যবৃন্দ।
চিরিরবন্দর উপজেলায় বাঘদুয়ার এলাকার সত্ত্বাধিকারী বিন্দু রাণী রায়ের ফারমার্স হাবে অনুষ্ঠিত এই কর্মসূচিতে এগ্রোইকোলজি চর্চার মাধ্যমে উৎপাদিত সবজির মাঠ ও ফারমার্স হাবের উন্নত ও পরিবেশ উপযোগি চারা উৎপাদন, যন্ত্রপাতি সেবা, এগ্রোইকোলজিক্যাল চর্চার মাধ্যমে উৎপাদিত সবজি সরবরাহ, জৈব বালাইনাশক, জৈব ইনপুট সরবরাহ, জৈব সার উৎপাদন, কৃষি পরামর্শ সেবা কেন্দ্রসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন উপস্থিত অতিথিরা।
এর আগে উপস্থিত অতিথি ও স্থানীয় কৃষকদের সাথে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি সমৃদ্ধ শহর গড়ার বিভিন্ন বিষয় তুলে ধরেন বক্তারা। পরে সুস্থ চারা ও নিরাপদ সবজির বিভিন্ন প্লট পরিদর্শন করেন উপস্থিত অতিথিরা।
এ সময় সাফ’র দিনাজপুরের ফিল্ড কো-অর্ডিনেটর বদরুল আলম, রংপুরের ফিল্ড কো-অর্ডিনেটর সোহেল আহমেদ, প্রজেক্ট অফিসার রাকিবুল ইসলাম, রিফাত হাসান, দিনাজপুর ইএসডিও-নাইস প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রত্যয় চ্যাটার্জ্জী, রংপুরের প্রজেক্ট কো-অর্ডিনেটর আমির হোসেন, ফিন্যান্স এন্ড এডমিন অফিসার মোঃ হোসেন আলী সাগর, প্রজেক্ট অফিসার ইসমাইল হোসেনসহ বিভিন্ন সরকারি, বে-সরকারি, সাংবাদিক, শিক্ষক ও সিভিল সোসাইটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনাজপুর এমএলএমএনসিসি’র পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম খান, দিনাজপুর পৌরসভা সহকারী প্রকৌশলী মিজানুর রহমান সিদ্দিকী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খন্দকার রওনকুল ইসলাম, দিনাজপুর ভোক্তা অধিকারের সহকারি পরিচালক বোরহান উদ্দীন, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার সাহা সহ প্রমুখ।
রংপুর সিএলএমএনসিসি-এর পক্ষে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় ভোক্তা অধিকারের পরিচালক মমতাজ বেগম, রংপুরের নিরাপদ খাদ্য অফিসার লোকমান হোসেন, রংপুর মাহীগঞ্জ স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ জাহানারা বেগম, রংপুরের ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার পল্লব কান্তি রায়, রংপুরের কৃষি বাজারের নির্বাহী পরিচালক গোলাম আজম টুটুলসহ অন্যান্য সদস্যবৃন্দ।
পরিশেষে দিনাজপুর পৌরসভার বাহাদুর বাজারে অবস্থিত অরণি এগ্রি হাব আউটলেট পরিদর্শন করা হয়। ফারমার্স হাবের সবজি, উন্নত কৃষি যন্ত্রপাতি, জৈব বালাইনাশক, বিভিন্ন তৈরি পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম তুলে ধরেন। সামনের রমজানকে কেন্দ্র করে নিরাপদ পরিবহণের মাধ্যমে নাইস প্রকল্পের উৎপাদিত সবজি এবং অন্যান্য প্রোডাক্টের হোম ডেলিভারীর ব্যবস্থা ও গ্রাহক সেবা নিশ্চিতে তারা এগিয়ে আসবে বলেও জানান তারা।