ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

লক্ষ্মীপুরে রাজনৈতিক প্রতিহিংসায় প্রবাসীর ভাইকে মারধর

ফয়েজ আহমেদ, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর
  • আপডেট সময় : ২২৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
লক্ষ্মীপুরে রাজনৈতিক প্রতিহিংসায় আবদুল মুকিত (৪২) নামে এক যুবককে মারধর করেছে দুবৃর্ত্তরা। এসময় স্থানীয়রা গুরুতর আহতবস্থায় মুকিতকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। এর আগে আওয়ামীলী কর্মীদের হুমকিতে মুকিতের ভাই শামিম এলাকা ছাড়া হয়ে দীর্ঘদিন থেকে প্রবাসে জীবনযাপন করছে। স্থানীয়রা বলছে, মুকিত ও তার পরিবার এলডিপি সমর্থন করায় আওয়ামীলীগ কর্মীদের হামলার শিকার হয়েছে একাধিকবার। রোববার দুপুরে মুকিত ও তার পরিবার নির্যাতনের বিষয়টি নিশ্চিত করেন।
আহত আবদুল মুকিত সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের হালিম মাস্টার বাড়ির বাসিন্দা আবদুল কাদেরের ছেলে। আহত মুকিত জানায়, আওয়ামীলীগের দুবৃর্ত্তরা তার কাছে তার প্রবাসী ভাইয়ের অবস্থান জানতে চান। তিনি তার ভাইয়ের বিষয়ে কিছুই না বলায় নিষ্ঠুরভাবে তাকে মারধর করে। এসময় তার পরিবারকে হত্যার হুমকিও দেন ওই দুবৃর্ত্তরা। তবে মুখোশ থাকায় তিনি কাউকে চিনতে পারেননি।
আহতের বড় আব্দুল মোক্তাদির বলেন যে, আওয়ামীলীগ এবং শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়েছেন, কিন্তু তাদের কর্মীরা এখনও তান্ডব চালাচ্ছে। তারা এখন তাদের বিরোধী দলকে দোষারোপ করে প্রতিশোধ নিচ্ছে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের হুমকিতে তার ছোট ভাই দেশ ছাড়তে বাধ্য হয় বলেও জানান। এলডিপি সমর্থন করার দায়ে এখন তার পরিবারের বাকি সদস্যদের তারা হামলা করছে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, গুরুতর আহত মুকিতের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহৃ রয়েছে। সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, এঘটনায় থানায় এখনো কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লক্ষ্মীপুরে রাজনৈতিক প্রতিহিংসায় প্রবাসীর ভাইকে মারধর

আপডেট সময় :
লক্ষ্মীপুরে রাজনৈতিক প্রতিহিংসায় আবদুল মুকিত (৪২) নামে এক যুবককে মারধর করেছে দুবৃর্ত্তরা। এসময় স্থানীয়রা গুরুতর আহতবস্থায় মুকিতকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। এর আগে আওয়ামীলী কর্মীদের হুমকিতে মুকিতের ভাই শামিম এলাকা ছাড়া হয়ে দীর্ঘদিন থেকে প্রবাসে জীবনযাপন করছে। স্থানীয়রা বলছে, মুকিত ও তার পরিবার এলডিপি সমর্থন করায় আওয়ামীলীগ কর্মীদের হামলার শিকার হয়েছে একাধিকবার। রোববার দুপুরে মুকিত ও তার পরিবার নির্যাতনের বিষয়টি নিশ্চিত করেন।
আহত আবদুল মুকিত সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের হালিম মাস্টার বাড়ির বাসিন্দা আবদুল কাদেরের ছেলে। আহত মুকিত জানায়, আওয়ামীলীগের দুবৃর্ত্তরা তার কাছে তার প্রবাসী ভাইয়ের অবস্থান জানতে চান। তিনি তার ভাইয়ের বিষয়ে কিছুই না বলায় নিষ্ঠুরভাবে তাকে মারধর করে। এসময় তার পরিবারকে হত্যার হুমকিও দেন ওই দুবৃর্ত্তরা। তবে মুখোশ থাকায় তিনি কাউকে চিনতে পারেননি।
আহতের বড় আব্দুল মোক্তাদির বলেন যে, আওয়ামীলীগ এবং শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়েছেন, কিন্তু তাদের কর্মীরা এখনও তান্ডব চালাচ্ছে। তারা এখন তাদের বিরোধী দলকে দোষারোপ করে প্রতিশোধ নিচ্ছে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের হুমকিতে তার ছোট ভাই দেশ ছাড়তে বাধ্য হয় বলেও জানান। এলডিপি সমর্থন করার দায়ে এখন তার পরিবারের বাকি সদস্যদের তারা হামলা করছে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, গুরুতর আহত মুকিতের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহৃ রয়েছে। সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, এঘটনায় থানায় এখনো কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।