সংবাদ শিরোনাম ::   
                            
                            সরিষাবাড়ীতে ইটভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
 
																
								
							
                                
                              							  সরিষাবাড়ী প্রতিনিধি									
								
                                
                                - আপডেট সময় : ৩৪১ বার পড়া হয়েছে
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৩টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৫লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩মার্চ) দুপুর থেকে শুরু হয় অভিযান। অভিযানে উপজেলার মহাদান ও ভাটারা ইউনিয়নের বিভিন্ন ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের সহায়তায় পরিচালিত অভিযান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল। এ সময় ঝুমুর ইটভাটায় ২(দুই) লাখ টাকা, তানিম ইটভাটায় ২(দুই) লাখ টাকা এবং সুবর্ণ ইটভাটার মালিককে ১(এক) লাখ টাকাসহ মোট ৫ (পাঁচ) লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল জানান, অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্গনের দায়ে তিন ইটভাটার মালিককে এই জরিমানা করা হয়। তিনি আরও জানান, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং ভ্রাম্যমান আদালত পরিচালিত হওয়া তিনটি ইট ভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় বন্ধ থাকবে। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুকুমার সাহা, এস আই গোলাম মোস্তাফা, সুব্রত সাহাসহ সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় উপস্থিত থেকে সহযোগিতা করেন।
							
                             
																			


















