সংবাদ শিরোনাম ::
নাটোরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ১২:২৯:০৫ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫ ৮১ বার পড়া হয়েছে
অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয়ে নাটোরে আন্তর্জাতিক নারী দিবস পালিত ও আলোচনা সভা অনুষ্ঠিত । ৮ মার্চ শনিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতি জেলা প্রশাসক আসমা শাহীন এর সভাপতিত্বে। আলোচনা সভা করা হয়েছে।
আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন দেশের উন্নয়নের ধারা সমুন্নত রাখতে সকল পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান সরকার এর ফোলে সুফল পাওয়া যাচ্ছে । একটা চিত্র তৈরি করা এটি তার পরিবারে গড়ে তুলতে হবে এই দৃষ্টিভঙ্গিটা তাকে চেঞ্জ করতে হবে শুধু তাই না আমাদের স্কুল কলেজ গুলোতে শিক্ষকদের ও এই ভূমিকা রয়েছে।
যে কিভাবে কাউন্সিলিং করলে এই মন মানসিকতার উত্তোলনের বিষয়টা আরো ডেভেলপ করা যায় সেদিকে আমাদের সকলের খেয়াল করতে হবে। হ্যালো সোনাটি নাটোর মহিলা বিষয়ক অধিদপ্তর এর সহযোগিতায় নাটোর মহিলা অধিদপ্তর এর প্রশিক্ষক সান্তনা ঘোষের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর নাটোর উপ-পরিচালক নীলা হাফিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহমুদা শারমিন নেলী, অতিরিক্ত জেলা প্রশাসক জান্নাত আরা ফেরদৌস, সভানেত্রী দিশা মহিলা উন্নয়ন সমিতির সুফিয়া খানম, আলোর নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা, ব্রাক জেলা সমন্বয়ক মাহফুজুর রহমান, সভাপতি প্রেসক্লাব ফারাজি আহমেদ রফিক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুশিদা বেগম সহ আরো অনেকে।