সংবাদ শিরোনাম ::
ইসলামপুরে উন্নয়ন সংঘের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ১৫১ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুরে “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। রবিবার (০৯মার্চ) উপজেলার গোয়ালেরচর ইউনিয়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন জেসমিন প্রকল্পের আওতায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ পালিত হয়।
বক্তব্য রাখেন, গোয়ালেরচর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা, মহলগিরী সরঃ প্রাথঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দুলাল, কাছিমারচর সরঃ প্রাথঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুরুল ইসলাম, উন্নয়ন সংঘ, জেসমিন প্রকল্পের এম অ্যান্ড ই অফিসার রেজাউল করিম, বিজনেস ডেভলপমেন্ট অফিসার রবিউল আউয়াল, জেন্ডার ডিজাস্টার এন্ড ক্লাইমেট চেঞ্জ অফিসার মাহমুদুল হাসান রাসেল,
উপস্থিত ব্যক্তিবর্গ অত্র দিবসে পরিবার থেকেই শুরু হোক ক্ষমতায়ন, সকল মেয়ে শিশু ও নারীর অধিকার ও সমতা নিশ্চিত করি, এ বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। পরিশেষে প্রকল্পের নারী উদ্যোক্তা, মেনকেয়ার দলের সফল দম্পতি ও কমিউনিটি মার্কেট এজেন্টদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।