সংবাদ শিরোনাম ::
ফেনীতে কালিদাস পাহালিয়া নদী হইতে অবৈধ বালু উত্তোলন কারীদের ধড়-পাকড়

এম এ রহমান দুলাল ভুইয়া, ফেনী জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ১২:২৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
ফেনী সদরের দক্ষিণ লেমুয়ায় কালিদাস পাহালিয়া নদী সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার অভিযোগে ১০ মার্চ ২০২৫ ইং সোমবার উপজেলা নির্বাহী অফিসার, ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এ্যক্ট্রিকিউটিভ ম্যাজিষ্ট্রট ফেনী সদর কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। পরে লেমুয়া বাজারের কয়েকটি দোকান তদারকি করা হয়।
বর্ণিত অভিযানে ৪ জন ব্যক্তিকে আটক করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অভিযুক্ত ব্যক্তির নাম ও সাজার পরিমাণ : ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত যারা ১) মো: খুরশীদ আলম, পিতা- মো: ফারুক আহং, দেলোয়ার হোসেন মেম্বারের বাড়ী, ওয়ার্ড- ০৬, লেমুয়া, ফেনী সদর, ফেনী । ২) মনজুর আলম, পিতা- আবু তাহের, দক্ষিণ লেমুয়া, ফেনী সদর, ফেনী । ১৫ দিনপর কারাদন্ড প্রাপ্ত যারা ৩) মোহাম্মদ সেলিম, পিতা: হাফেজ উল্লাহ,নূর ইসলাম সওদাগর বাড়ি, লেমুয়া ৪) নূর হোসেন রুবেল, পিতা: নুরুল আলম, উত্তর গোবিন্দপুর,ফেনী সদর। এ প্রসঙ্গে তিনি আরও জানান মাটি খেকো ও বালিখেকোদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলমান এ অভিযান অব্যাহত থাকবে।