ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
সংবাদ শিরোনাম ::

ফেনীতে কালিদাস পাহালিয়া নদী হইতে অবৈধ বালু উত্তোলন কারীদের ধড়-পাকড়

এম এ রহমান দুলাল ভুইয়া, ফেনী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ফেনী সদরের দক্ষিণ লেমুয়ায় কালিদাস পাহালিয়া নদী সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার অভিযোগে ১০ মার্চ ২০২৫ ইং সোমবার উপজেলা নির্বাহী অফিসার, ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার  ভূমি ও এ্যক্ট্রিকিউটিভ ম্যাজিষ্ট্রট ফেনী সদর কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। পরে লেমুয়া বাজারের কয়েকটি দোকান তদারকি করা হয়।
বর্ণিত অভিযানে ৪ জন ব্যক্তিকে আটক করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অভিযুক্ত ব্যক্তির নাম ও সাজার পরিমাণ : ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত যারা  ১) মো: খুরশীদ আলম, পিতা- মো: ফারুক আহং, দেলোয়ার হোসেন মেম্বারের বাড়ী, ওয়ার্ড- ০৬, লেমুয়া, ফেনী সদর, ফেনী । ২) মনজুর আলম, পিতা- আবু তাহের, দক্ষিণ লেমুয়া, ফেনী সদর, ফেনী । ১৫ দিনপর কারাদন্ড প্রাপ্ত  যারা ৩) মোহাম্মদ সেলিম, পিতা: হাফেজ উল্লাহ,নূর ইসলাম সওদাগর বাড়ি, লেমুয়া ৪) নূর হোসেন রুবেল, পিতা: নুরুল আলম, উত্তর গোবিন্দপুর,ফেনী সদর। এ প্রসঙ্গে তিনি আরও জানান মাটি খেকো ও বালিখেকোদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে  চলমান এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনীতে কালিদাস পাহালিয়া নদী হইতে অবৈধ বালু উত্তোলন কারীদের ধড়-পাকড়

আপডেট সময় : ১২:২৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
ফেনী সদরের দক্ষিণ লেমুয়ায় কালিদাস পাহালিয়া নদী সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার অভিযোগে ১০ মার্চ ২০২৫ ইং সোমবার উপজেলা নির্বাহী অফিসার, ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার  ভূমি ও এ্যক্ট্রিকিউটিভ ম্যাজিষ্ট্রট ফেনী সদর কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। পরে লেমুয়া বাজারের কয়েকটি দোকান তদারকি করা হয়।
বর্ণিত অভিযানে ৪ জন ব্যক্তিকে আটক করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অভিযুক্ত ব্যক্তির নাম ও সাজার পরিমাণ : ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত যারা  ১) মো: খুরশীদ আলম, পিতা- মো: ফারুক আহং, দেলোয়ার হোসেন মেম্বারের বাড়ী, ওয়ার্ড- ০৬, লেমুয়া, ফেনী সদর, ফেনী । ২) মনজুর আলম, পিতা- আবু তাহের, দক্ষিণ লেমুয়া, ফেনী সদর, ফেনী । ১৫ দিনপর কারাদন্ড প্রাপ্ত  যারা ৩) মোহাম্মদ সেলিম, পিতা: হাফেজ উল্লাহ,নূর ইসলাম সওদাগর বাড়ি, লেমুয়া ৪) নূর হোসেন রুবেল, পিতা: নুরুল আলম, উত্তর গোবিন্দপুর,ফেনী সদর। এ প্রসঙ্গে তিনি আরও জানান মাটি খেকো ও বালিখেকোদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে  চলমান এ অভিযান অব্যাহত থাকবে।