সংবাদ শিরোনাম ::
আসুন কক্সবাজারকে একটি আধুনিক, নিরাপদ শহর হিসেবে গড়ে তুলি
এস এম হুমায়ুন কবির, কক্সবাজার
- আপডেট সময় : ৩৩৬ বার পড়া হয়েছে
বিএনপির কেন্দ্রীয় মৎস বিষয়ক সম্পাদক ও কক্সবাজার সদর রামু আসনের সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল বলেছেন আসুন সবাই মিলে মিশে কক্সবাজারকে একটি আধুনিক, নিরাপদ শহর হিসেবে গড়ে তুলি, তিনি বলেন ঢাকা এবং চট্রগ্রাম শহরের পর কক্সবাজার উল্লেখযোগ্যে শহর হিসেবে গড়ে উঠেছে।
এই কক্সবাজারে পর্যটন, গভীর সমুদ্র বন্দর,আন্তর্জাতিক বিমান বন্দর, লবন, চিংড়িও হ্যাচারী শিল্পের কারনে গুরুত্ব আরো বেড়ে গেছে। কক্সবাজারের হাজার হাজার লোক বিদেশে কাজ করছে রেমিটেন্স পাঠাচ্ছে, পুুলিশ একার পক্ষে কক্সবাজারের আইন শৃংখলা পরিস্হিতি নিয়ন্ত্রন সম্ভব নয়, শুধু একা পুলিশের উপর ছেড়ে দিলে হবেনা, আইন শৃংখলায় নিরাপদ শহর হিসেবে করতে হলে সামাজিক আন্দোলন গড়ে তোলতে হবে, প্রশাসন কে সব সময় সহযোগীতা করতে হবে।
তিনি ট্রাফিকের সমস্যা সম্পর্কে বলেন উন্নয়নশীল দেশে কোন ট্রাফিক পুলিশ নেই এসব দেশের সভ্য জাতিরা প্রতিক্ষনে সিগন্যাল দেখে ট্রাফিক আইন মেনে থাকেন। আমাদের ও তাদের মতো সচেতন হতে হবে, কক্সবাজারকে আধুনিক ও আকর্ষনীয় শহর হিসেবে গড়ে তোলতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।



















