সংবাদ শিরোনাম ::
নওগাঁয় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৬ জন হাসপাতালে ভর্তি
নওগাঁ প্রতিনিধি
- আপডেট সময় : ২৪৭ বার পড়া হয়েছে
নওগাঁয় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ছয়জন শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে শহরের বরুনকান্দি এলাকায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে।
পুলিশ জানিয়েছে, এখনো পর্যন্ত ভুক্তভোগীদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা অজ্ঞান পার্টির শিকার হয়েছেন।
নওগাঁ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন রশিদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শহরের বাইপাস এলাকার বরুনকান্দি এলাকায় একটি গ্যাস পাম্পের পাশ থেকে ছয়জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর দ্রুত তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।




















