ব্যস্ত রূপে ফিরছে ঢাকা

- আপডেট সময় : ০২:২১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
ফাঁকা সড়কগুলোতে বাড়তে শুরু করেছে পরিবহনের চাপ। কোথাও কোথাও সৃষ্টি হচ্ছে যানজট। দীর্ঘ ছুটি শেষে প্রথম কার্যদিবসেই ঢাকার সড়কগুলোতে ফিরতে শুরু করেছে তার চিরচেনা দৃশ্য। গতকাল থেকে স্কুল কলেজগুলোও খুলছে
ঈদের টানা ৯ দিনের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছেন ঢাকাবাসী। গতকাল রোববার থেকে খুলেছে অফিস-আদালত। ফলে একদিকে যেমন শুরু হয়েছে কর্মব্যস্ততা, অন্যদিকে নগরীও ফিরতে শুরু করেছে তার চিরচেনা রূপে। ঢাকার সড়কে বেড়েছে কর্মচঞ্চল মানুষের পদচারণা। ঈদের ছুটির কারণে ফাঁকা সড়কগুলোতে বাড়তে শুরু করেছে পরিবহনের চাপ। কোথাও কোথাও সৃষ্টি হচ্ছে যানজট। দীর্ঘ ছুটি শেষে প্রথম কার্যদিবসেই ঢাকার সড়কগুলোতে ফিরতে শুরু করেছে তার চিরচেনা দৃশ্য। গতকাল থেকে স্কুল কলেজগুলোও খুলছে।
ঢাকার মতিঝিল, পল্টন, কাকরাইল, মালিবাগ, রামপুরা, বাড্ডা, শ্যামলী, কল্যাণপুর, আগারগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামটরসহ বেশ কয়েকটি সড়ক ঘুরে ও গুগল ম্যাপের সহযোগিতায় পরিবহন বৃদ্ধি ও কোথাও কোথাও যানজট দেখা গেছে। সকাল সাড়ে ৮টার পর থেকে সড়কে গণপরিবহনের উপস্থিতি সীমিত থাকায় অফিসগামী মানুষের উপচেপড়া ভিড় ছিল। সে সময় যানজটের দেখা না মিললেও বেলা বাড়তেই শুরু হয় পরিবহনের চাপ।
কর্মব্যস্ত মানুষ সকাল থেকেই এসে ভিড় করতে শুরু করেন বাসস্ট্যান্ডগুলোতে। কেউ কেউ বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকছেন, কেউবা আবার সুযোগ পেলে উঠে পড়ছেন। সব বাসেই ভিড় ছিল চোখে পড়ার মতো। বাসে তিল ধারণের ঠাঁই ছিল না। সেই সঙ্গে সকাল থেকেই ব্যক্তিগত গাড়ির উপস্থিতি ছিল লক্ষণীয়। এছাড়া সিগন্যালগুলোতে ট্রাফিকের দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে তৎপর থাকতে দেখা গেছে।
ঢাকার গণপরিবহন মালিক ও শ্রমিকেরা জানিয়েছেন, ঈদের ছুটির সময় তারা যাত্রী পাননি। অধিকাংশ গাড়ীই বসা ছিল। গতকাল থেকে কিছু এবং আজ থেকে তুলনামূলক যাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
ঈদের ছুটির সাত দিনে ১ কোটি ৭ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ত্যাগ করেছেন। বিপরীতে ৪৪ লাখ মোবাইল সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেছেন। শনিবার টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সূত্রে এ তথ্য জানা গেছে। সংস্থাটি গত ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত “ঢাকায় আগমন” ও “ঢাকা ত্যাগ” করা মোবাইল ফোন গ্রাহকদের তথ্যের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে। গত ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সাত দিনে মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এ সময় ঢাকায় প্রবেশ করেছেন ৪৪ লাখ ৪০ হাজার ২৭৯ মোবাইল সিম ব্যবহারকারী, অথচ ঢাকা ছেড়েছেন ১ কোটি ৭ লাখ ২৯ হাজার ১৫৫ সিম ব্যবহারকারী। এ সময়ে প্রতিদিনই ঢাকায় আগত মানুষের চেয়ে বহুগুণে বেশি মানুষ ঢাকা ছেড়েছেন। সবচেয়ে বেশি মানুষ ঢাকা ছেড়েছেন ৩০ মার্চ । এ দিন ২৩ লাখ ৯৪ হাজার ৪৬১ সিম ব্যবহারকারী ঢাকা ত্যাগ করেন। ওইদিন ঢাকায় এসেছেন মাত্র ৪ লাখ ৯১ হাজার ৮৮ মোবাইল সিম ব্যবহারকারী। সবচেয়ে বেশি মানুষ ঢাকায় ফিরেছেন ৩ এপ্রিল। এ দিন ঢাকায় প্রবেশ করেছেন ৯ লাখ ৯৮ হাজার ৫৭৯ সিম ব্যবহারকারী। এখন ঢাকা ছেড়ে যাওয়ার চেয়ে প্রবেশের সংখ্যা বাড়ছে। ফলে চেনা রূপে ফিরছে রাজধানী ঢাকা।