কোম্পানীগঞ্জে হাজারীহাট স্কুল এন্ড কলেজে বিদায় ও মিলাদ মাহফিল

- আপডেট সময় : ০৩:০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার হাজারীহাট স্কুল এন্ড বিএম কলেজের এসএসসি ও এসএসসি(ভোকেশনাল) পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার সময় হাজারীহাট স্কুল এন্ড বিএম কলেজ মিলনায়তনে, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সাদী ভূঁঞা বাবুর সভাপতিত্বে সিনিয়র শিক্ষক প্রবীর চন্দ্র মজুমদার,জীবন সুলতানা রুবির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম,।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তী,উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম সিকদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন,বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মোশাররফ হোসাইন, নোয়াখালী জর্জকোর্টের এডভোকেট এনামুল হক খোকন, উপজেলা মসজিদ মিশনের সভাপতি মাওলানা শাহাজান,সা-ইন্সপেক্টর নূরুল হক,চরহাজারী ইউনিয়ন বিএনপির সভাপতি নুর নবী বাবুল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আমেরিকান প্রবাসী কামাল উদ্দিন, চরহাজারী ইউনিয়ন পরিষদের মেম্বার আবদুল্লাহ আল মামুন সুমন, চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আনোয়ার হোসেন,সেক্রেটারী আবদুর রহমান,সমাজ সেবক মাঈন উদ্দিন মাছুম,মো: নুর উদ্দিন নুর্মিন। উক্ত অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন হাজারীহাট স্কুল এন্ড বিএম কলেজের সিনিয়র শিক্ষক আবুল কাশেম ফরায়েজী।