বাংলাদেশি জাহাজ ছিনতাই ঘটনার তথ্য জানালেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

- আপডেট সময় : ৩১৫ বার পড়া হয়েছে
জলদস্যুদের হাতে নাবিকদের জীবন রক্ষা এবং নিরাপদ স্থানে নিয়ে আসা প্রথম কাজ বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সেটাই করার চেষ্টা করা হচ্ছে।
বুধবার (১৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রতিমন্ত্রী জানান, নাবিকদের হত্যার হুমকি বা মুক্তিপণ চাওয়ার কোনো তথ্য জানা নেই। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ও কাজ করছে।
জাহাজটি জলদস্যুদের নিয়ন্ত্রণে থাকার কথা জনিয়ে নৌপ্রতিমন্ত্রী বলেন, জাহাজটির অবস্থান ভারত সাগরে। সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত নাবিকরা নিরাপদে রয়েছেন।
বিশ্বের সকলের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। মঙ্গলবার ঘটনা জানার পরই এনিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। নৌবাহিনীও এ বিষয়ে আমাদের সাহায্য করছে। তাদের হত্যার হুমকি বা মুক্তিপণ চাওয়ার কোনো তথ্য আসেনি।
কয়লাবাহী এম ভি আবদুল্লাহ আফ্রিকার মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছিল। ভারত মহাসাগর দিয়ে যাওয়ার পথে বাংলাদেশ সময় মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে এমভি আবদুল্লাহ সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে।
জানা যায়, জাহাজের নিয়ন্ত্রণ নিয়েই জলদস্যুরা সেটিকে সোমালিয়ার উপকূলের দিকে নিয়ে যেতে থাকে। বর্তমানে জাহাজটি সোমালিয়ার বন্দরে পৌঁছেছে বলে জানিয়েছেন জাহাজটির এক নাবিক।