ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি ৭ নারী-পুরুষ

- আপডেট সময় : ০৩:০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ৬০ বার পড়া হয়েছে
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ছয় বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৭ বাংলাদেশি নারী-পুরুষ। এর মধ্যে একজন পুরুষ ও ৬ জন নারী। শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।
ফেরত আসারা হলেন- ইসলাম সর্দার (৫৭), লিলি বেগম (৩১), মনিকা আক্তার (২১),কাজল গাজী (২৭),আম্বিয়া বিবি (৩২), আকলিমা খাতুন (২২) ও সাবিনা বিবি (২৫)। তারা ঢাকা, সাতক্ষীরা, খুলনা, যশোর ও বগুড়া জেলার বাসিন্দা। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ জানান, ভালো কাজ করার আশায় সাত বছর আগে তারা দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে ভারতের কলকাতায় গিয়েছিলেন। সেখানে বাসাবাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হন তারা। এরপর অবৈধ অনুপ্রবেশের দায়ে সে দেশের আদালত তাদের ছয় বছরের সাজা দিয়ে কারাগারে পাঠায়। কারাভোগ শেষে ভারতের একটি এনজিও সংস্থা তাদের দায়িত্ব নিয়ে শেল্টারহোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শনিবার সন্ধ্যায় তারা দেশে ফিরেছেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে রাইটস যশোর নামের একটি এনজিও সংস্থা তাদেরকে গ্রহন করবে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।
রাইটস যশোরের সাইকোসোস্যাল কাউন্সিলর জাওয়াদুল করিম জানান, ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহন করা হয়েছে। এরমধ্যে শানিবার রাত ৮ টার দিকে ইসলাম সর্দার নামের একজনকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ছয় নারীকেও হস্তন্তরের জন্য তাদের পরিবারের সাথে যোগযোগ করা হচ্ছে।