সংবাদ শিরোনাম ::
উলামায়ে ইসলামী বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০২:০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ৪১ বার পড়া হয়েছে
নাটোরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত বুধবার ২৩ এপ্রিল সকালে উলামায়ে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার আয়োজনে সাহারা প্লাজা কমিউনিটি সেন্টার কানাইখালি নাটোরে হজরত আল্লামা মুফতি শফী কাসেমী দা, বা, প্রধান সমন্বয়ক,এর সভাপতিত্বে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়েতে উলামায়ে ইসলাম বাংলাদেশ সহ-সভাপতি হজরত আল্লামা ওবায়দুল্লাহ ফারুক কাসেমী দা,বা,। প্রধান অতিথি বক্তব্যে বলেন ১৯০ বছরে গোলামী থেকে এই দেশকে স্বাধীন করেছে উলামায়েত কোথায় ছিল আওয়ামী লীগ কোথায় ছিল বিএনপি কোথায় ছিল জামায়েত কারো কোন অস্তিত্ব ছিল না যার কারণে স্বাধীনতার ব্যাপারে যে অ্যাকশন আওয়ামী লীগ-বিএনপি জামাতের উপরে সুযোগ পেয়েছে এই সুযোগ করে দিয়েছে একমাত্র ওলামা মুসলিম সমাজের কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ কোনটা মঙ্গল ও অমঙ্গল বুঝার ব্যাপারে সম্পূর্ণ উলামায়ে কারী মুসলিম সমাজের মাথারা এনারা বলেন কোনটা সঠিক কোনটা লাভজনক তা তারাই বুঝেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সহ-সভাপতি হজরত আল্লামা আব্দুল কুদ্দুস তালুকদার দা,বা,, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর,হজরত আল্লামা লোকমান মাজহারী দা,বা,।
মাওলানা খবির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর একডালা মাদ্রাসা মাওলানা আবুল কালাম, লালপুর উপজেলা কমিটির আহ্বায়ক মাওলানা আব্দুল আহাদ, নাটোর তেবাড়িয়া মাদ্রাসা মাওলানা আবুল কালাম, নাটোর জেলা ইমাম আকিদা সংরক্ষণ পরিষদের সভাপতি আবুল হোসেন, নাটোর হাকিমাবাদ মাদ্রাসা মুফতি ইলিয়াছ উসমানী, প্রধান সমন্বয়ক মুফতি শফী কাসেমি দা,বা, বাগাতিপাড়া উপজেলা কমিটির আহবায়ক মাওলানা জয়নাল আবেদীন, গুরুদাসপুর উপজেলা কমিটির আহবায়ক মাওলানা তাফিকুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি মাওলানা মুজাজ্জাজ নাঈম, সদর উপজেলা কমিটির আহ্বায়ক হাজী ইসরাইল হুসাইন, নাটোর সদর উপজেলা আহ্বাযক মুফতি আবু মুসা, নাটোর সদর উপজেলা সদস্য সচিব মুফতি আবু ওবায়েদ কাসেমী, ও লোচন গড় মাদ্রাসা মাওলানা হাফিজুর রহমান। পরে আলহাজ্ব হাফেজ আবুল হোসেন দা,বা প্রধান উপদেষ্টা ও হযরত মুফতি আব্দুল্লাহ আল মাদানী কে উপদেষ্টা করে ৬১ সদস্যের একটি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এবং অনুষ্ঠানের সভাপতি নতুন কমিটির সবার নাম পড়ে শোনান।