সংবাদ শিরোনাম ::
সাবেক সংসদ সদস্য তুহিনের নিঃশর্ত মুক্তির দাবীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:২৭:২১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ২২ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নিঃশর্ত মুক্তির দাবীতে ডিমলায় বিক্ষোভ সমাবেশ করেছে। ০৪ মে (রবিবার) সকাল ১১ টায় উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ডিমলা স্মৃতি অম্লান চত্বরে সমাবেশে মিলিত হন।
সমাবেশ ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান রানা, সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক মো. গোলাম রব্বানী প্রধান,প্রচার সম্পাদক আঃ জব্বার, সদর ইউনিয়নের সভাপতি মো. জাহাঙ্গীর আলম ডি আর, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম, উপজেলা জিয়া পরিষদের আহবায়ক অধ্যক্ষ মো. আব্দুল কাদের, যুগ্ম -আহবায়ক সেলিম জাহাঙ্গীর, সদর ইউনিয়ানের যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, সদর ইউনিয়ন যুবদল সভাপতি সোহাগ খান লোহানী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সবুজ, সদস্য সচিব আলমগীর কবির প্রিন্স, ছাএ দল সহ দশটি ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
উপস্থিত নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রয়োজনে গণআন্দোলনের মাধ্যমে তাদের প্রিয় নেতা তুহিনের মুক্তি নিশ্চিত করা হবে। তারা আরও বলেন, তার নিঃশর্ত মুক্তির দাবিতে ডিমলা-ডোমার, নীলফামারীসহ বৃহত্তর রংপুর বিভাগে আন্দোলনের লেলিহান শিখা জ্বলে উঠেছে এবং দাবি আদায় না হলে বৃহত্তর রংপুর বিভাগে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”
জানা যায়,২০০৭ সালে দুদকের করা মামলায় ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর নামে মামলা হয়। তিনি দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসনে ছিলেন । ৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকার দেশ থেকে পলায়নের পর গত ২২ এপ্রিল তিনি লন্ডন থেকে দেশে ফিরেন। ঢাকার বিশেষ জজ আদালতে তিনি গত ২৯ এপ্রিল আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত শুনানী শেষে তা নামঞ্জুর করে।