সংবাদ শিরোনাম ::
সাভারের ২৬ লক্ষ টাকার হিরোইন গাঁজাসহ ছিনতাই চক্রের ৪ সদস্যকে আটক করে পুলিশ

মোঃ দিদারুল ইসলাম, সাভার ঢাকা
- আপডেট সময় : ০১:৪০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ৭ বার পড়া হয়েছে
সাভারে গেল ২৪ ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে প্রায় ২৬ লক্ষ টাকার মাদকসহ ছিনতাইকারী চক্রের মোট চারজনকে আটক করেছে পুলিশ।আটককৃতদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৫ কেজি গাজা, ২ শত ৫০ গ্রাম হেরোইন সস দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গতকাল বুধবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেফতার দেখিয়ে সাভার থানা থেকে আদালতে পাঠানো হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন, ঢাকা জেলার সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির তিনি বলেন, গত ২৪ ঘন্টায় সাভার মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এতে কাউন্দিয়া ইউনিয়নের মধ্যপাড়া থেকে ৫ কেজি গাজাসহ আটক করা হয় মাদক ব্যবসায়ী ফালানকে। এছাড়া, কোন্ডা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জোহারুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করা হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় জোহারুল ইসলাম। তবে, তার বাড়িতে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় ২৫০ গ্রাম হেরোইন। জব্দকৃত গাজা ও হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৬ লাখ টাকা।
এছাড়া, সাভারের ভার্কুতার চুনারচড় থেকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয় ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে।পরে, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে সাভার থানা থেকে আদালতে পাঠানো হয়।
এ সময় এ সময় প্রেস ব্রিফিং সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল মিঞাসহ অন্যান্য অফিসারবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।